Anum Fayaz: পাকিস্তানের অভিনেত্রী, অভিনয় ছাড়লেন, যে কারণে

Published By: Khabar India Online | Published On:

আগে ইসলামের টানে অভিনয় ছেড়েছিলেন সানা খান ও জায়রা ওয়াসিম। এবার অভিনয় জগতকে বিদায় জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আনুম ফায়াজ। এখন থেকে আর কোনো সিনেমা-নাটকে অভিনয় করবেন না এই অভিনেত্রী। তিনি নিজেই এমনটা জানিয়েছেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

আরও পড়ুন -  ওয়েব সিরিজে আসতে চলেছেন, পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান, শাহরুখের ‘রইস’ নায়িকা

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে অভিনয় ছাড়ার বিষয়টি জানিয়ে ফায়াজ লেখেন, এই বার্তা লেখা আমার জন্য কঠিন। আমি শোবিজ ছেড়ে ইসলামিক লাইফস্টাইল অনুসরণের সিদ্ধান্ত নিয়েছি। এ জন্য অভিনয়কে বিদায় জানাচ্ছি। আশা করি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।

আরও পড়ুন -  খোলামেলা পোশাক, অন্তর্বাস স্পষ্ট, ( Sreelekha Mitra ) শ্রীলেখার নতুন যাত্রা !

‘আহমেদ হাবিব কি বেতিয়ান’ দিয়ে সিনেমায় অভিষেক করেছিলেন আনুম ফায়াজ। এরপর নাটকেও অভিনয় করেন। তার অভিনীত নাটকগুলো দর্শকমহলে প্রশংসিত। আনুম ফায়াজকে দীর্ঘদিন ধরে পর্দায় দেখা যাচ্ছিল না। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হওয়ায় সেখানে মাঝে মাঝে হিজাব-বোরকা পরিহিত ছবিতে দেখা যেত।

আরও পড়ুন -  অনিয়ন্ত্রিত হয়ে গেলেন কাজল রাঘওয়ানিকে কোলে তুলে খেশরী লাল যাদব, এই রোম্যান্টিক ভিডিও দেখুন

২০১৬ সালে আসাদ আনোয়ারের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন আনুম ফায়াজ। তাদের একটি পুত্রসন্তান রয়েছে।

ছবিঃ সংগৃহীত