PAN-Aadhar Link: করতে হবে প্যান আধার কার্ড লিঙ্ক, মার্চের মধ্যে, করবেন কি করে? বিস্তারিত বিবরণ পড়ুন

Published By: Khabar India Online | Published On:

প্রত্যেক প্যানকার্ডধারীদের জানা প্রয়োজন সম্প্রতি আয়কর দপ্তর প্যান কার্ড সম্পর্কিত একটি বড় আপডেট দিয়েছে। নাহলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। আয়কর দপ্তর কিছুদিন আগে একটি নোটিফিকেশন জারি করে জানিয়ে দিয়েছেন যে, আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। এই লিঙ্ক করার জন্য একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

সময়ের মধ্যে লিঙ্ক না করলে দিতে হবে জরিমানা। বাতিল হবে আপনার প্যান কার্ড।

আরও পড়ুন -  কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী কলকাতা বন্দর থেকে চট্টগ্রাম বন্দর হয়ে আগরতলা পর্যন্ত কন্টেনার বোঝাই জাহাজের যাত্রার সূচনা করেছেন

আয়কর দপ্তর সূত্রে জানানো হয়েছে যে, আপনি যদি ৩১ মার্চ, ২০২৩ সালের আগে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক না করেন, তাহলে আপনার উপর ১০ হাজার টাকা জরিমানা করা হবে। এই কাজ না হলে ১ এপিল, ২০২৩ থেকে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে। প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে ব্যাঙ্ক সমন্ধিত যেকোনো কাজে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে। প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করেন, বেশ কিছু সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হয়ে যেতে পারেন আপনি।

আরও পড়ুন -  প্রাক্তন মুখ্য সচিব, আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের নির্দেশ, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

প্রথমে ভারতের আয়কর বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে যান (https://www.incometaxindiaefiling.gov.in/)
হোমপেজের ‘কুইক লিঙ্ক’ সেকশনে গিয়ে সেখানে থাকা ‘লিঙ্ক আধার’ অপশনে ক্লিক করুন।
একটি নতুন পেজ খুলবে। সেখানে আপনি আপনার PAN, আধার নম্বর এবং আধারকার্ডে যে বানানে আপনার নাম লেখা রয়েছে তা জায়গা অনুযায়ী লিখতে থাকুন।
সমস্ত কিছু ফিলআপ করা হয়ে গেলে পেজ-এর শেষে থাকা ক্যাপচা কোড ঠিক করে লিখে নিন। শেষে ‘লিঙ্ক আধার’ বাটনে ক্লিক করুন।

আরও পড়ুন -  Trailer: অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’ ট্রেলার মুক্তি পেয়েছে