Kolkata Cooch Behar Flight: কলকাতা-কোচবিহার বিমান পরিষেবা শুরু হল, মাত্র ৯৯৯ টাকা টিকিট মূল্য

Published By: Khabar India Online | Published On:

আকাশপথে গণপরিবহন চালু করল বাংলা। শুরু হচ্ছে কলকাতা কোচবিহার বিমান পরিষেবা। ৯ সিটের এই ছোট্ট বিমান গতকাল মঙ্গলবার তার প্রথম উড়ান নিয়েছে।

বিমানটি চালাচ্ছে ইন্ডিয়া ওয়ান এয়ার নামক একটি কোম্পানি। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই বিমান পরিষেবা আপাতত সপ্তাহে ৭ দিনই চলবে। আপনি শুনলে অবাক হবেন যে, এই বিমানের ভাড়া ট্রেনের থেকেও কম।

৯৯৯ টাকাতে প্রাথমিকভাবে এই পরিষেবা চালু হচ্ছে। কলকাতা থেকে কোচবিহার যাওয়ার জন্য যাত্রীদের মাত্র ৯৯৯ টাকা ভাড়া গুনতে হবে। এই ভাড়া ট্রেনের এসি 3 টায়ারের চেয়েও বেশ কম।

আরও পড়ুন -  জয়ের স্বাদ পেল মরক্কো বিশ্বকাপে এই প্রথম

গত সোমবার থেকে এই টিকিট কাটার উইন্ডো খুলে গিয়েছে। জানা গিয়েছে, মার্চ মাসের ৩ তারিখ অবধি সমস্ত টিকিট বুক হয়ে গেছে। এই বিমান গতকাল কলকাতা থেকে সকাল ১১ টা বেজে ৩৩ মিনিটে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেয়। নিয়মিতভাবে কলকাতা থেকে সকাল ১০ টা বেজে ১০ মিনিটে বিমানটি সফর শুরু করবে, মাত্র দু ঘন্টার মধ্যে দুপুর ১২ টা বেজে ১০ মিনিটে বিমানটি কোচবিহারে পৌঁছাবে।

 

View this post on Instagram

 

A post shared by IndiaOne Air (@indiaoneair)

বিমানটি কোচবিহার থেকে দুপুর ১২:৩০ টায় কলকাতার উদ্দেশ্যে সফর শুরু করে দুপুর ২:০০ বেজে ২৫ মিনিটে কলকাতায় পৌঁছে যাবে। বিমানের সর্বোচ্চ গতিবেগ হবে ৩৫০ কিলোমিটার প্রতি ঘন্টা।

আরও পড়ুন -  Koneenica Banerjee: ‘সহচরী’র কনীনিকা, স্নানপোশাকে, মেয়েকে নিয়ে সি-বিচে, নেটিজেনরা কি বললেন ?

প্রাথমিকভাবে এই রুটে প্রতিটি টিকিটের ভাড়া পড়ছে ৯৯৯ টাকা। সূত্রের খবর কিছুদিন পর থেকে এই ভাড়া বৃদ্ধি করা হতে পারে। সেক্ষেত্রে জোর জল্পনা, যে ভাড়া হতে পারে ৩ হাজার টাকার বেশি। বর্তমানে তিস্তা-তোর্সা এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেসের মতো ট্রেনগুলিতে কলকাতা থেকে কোচবিহারে সফর করতে টিকিট ভাড়ায় খরচ হয় হাজার টাকার বেশি। সময় অনেক লাগতো।

আরও পড়ুন -  আবহাওয়ার বড় পরিবর্তন, দক্ষিণবঙ্গের