Delhi Mayor: দিল্লি নতুন মেয়র পেল

Published By: Khabar India Online | Published On:

দিল্লির নতুন মেয়র নির্বাচিত হলেন শেলি ওবেরয়। দীর্ঘ এক দশক পর দিল্লি পৌরসভা একজন নারী মেয়র পাচ্ছে। আগে তিনবার মেয়রপদে নির্বাচন স্থগিত করা হয়।

ভারতীয় জনতা পার্টি ( বিজেপি) ও আম আদমি পার্টির (আপ) কাউন্সিলরদের হট্টগোলের কারণে এই গুরুত্বপূর্ণ নির্বাচন পিছিয়ে দিতে হয়। তিনবার ব্যর্থ চেষ্টার পর সুপ্রিম কোর্টের নির্দেশে আজ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বর থেকেই দিল্লিতে মেয়র নির্বাচনের চেষ্টা করা হলেও, তিনবারই তা আপ-বিজেপির সদস্যদের মধ্যে বচসা, মারপিটের কারণে নির্বাচন বাতিল হয়ে যায়। সম্প্রতিই আম আদমি পার্টির প্রার্থী শেলি ওবেয়র সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। শীর্ষ আদালতের নির্দেশের পরই আজ ভোটগ্রহণ হল।

আরও পড়ুন -  চুনো মাছের রেসিপি: সুস্বাদু এবং তৈরি করা সহজ

সকাল ১১টা থেকে দিল্লি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের (এমসিডি) সদনে দিল্লির মেয়র নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোট গননা শেষে দেখা যায়, আম আদমি পার্টির প্রার্থী শেলি ওবেরয় ২৬৬ ভোটের মধ্যে ১৫০ ভোট পেয়েছেন। বিজেপির রেখা গুপ্তা মোট পেয়েছেন ১১৬ ভোট । বিজেপি প্রার্থীকে ৩৪ ভোটে হারান শেলি ওবেরয়।

ডিসেম্বরে নিবার্চনে দিল্লি পৌরসভার ২৫০ আসনের ১৩৪টি ওয়ার্ডে জিতেছিল কেজরীওয়ালের আপ। ক্ষমতাসীন বিজেপি পায় ১০৪ আসন। ৯টি ওয়ার্ডে জেতেন কংগ্রেস প্রার্থীরা।

আরও পড়ুন -  দরিদ্র যুবক কে এই সময়ে চাকরি দিলেন সোনু সুদ, দরিদ্র যুবকটি পায়ে পড়ে প্রনাম করলেন

দিল্লির মেয়র নির্বাচনে সেখানকার রাজ্যসভার ৩ জন এবং লোকসভার ৭ জন সাংসদ ও ১৪ জন বিধায়কেরও ভোটাধিকার রয়েছে। যার অর্থ, মোট ২৭৪টি ভোটের মধ্যে যে দল ১৩৮টি ভোট পাবে, সেই দলের প্রার্থীই মেয়র পদে জয়ী হবেন।

আরও পড়ুন -  Arvind Kejriwal: দিল্লি বিধানসভায় আস্থাভোটে জয়ী, আম আদমি পার্টি

অঙ্কের হিসাবে ১৩৪ জন কাউন্সিলর, রাজ্যসভার ৩ জন সাংসদ ও ১৩ জন বিধায়কের ভোট আপের পক্ষে রয়েছে। সকলে ভোট দিলে ১৫০টি ভোট পেয়ে মেয়র নির্বাচনে আপের প্রার্থীরই জেতা উচিত।

ছবিঃ সংগৃহীত