China: নিখোঁজ অর্ধশতাধিক, নিহত ২, কয়লা খনি ধসে নিখোঁজ, চীনে

Published By: Khabar India Online | Published On:

মঙ্গোলিয়া অঞ্চলের আলক্সা লিগে একটি কয়লা খনি ধসে অন্তত দুইজন নিহত, ৫০ জনেরও বেশি শ্রমিক আটকা পড়েছে। বুধবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে, রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, ৫০ জনেরও বেশি মানুষ খনির নিচে আটকা পড়েছেন। উদ্ধারকারীরা তিনজনকে বের করে আনে, তাদের মধ্যে দুজন আগেই মারা গিয়েছিলেন।

আরও পড়ুন -  Kaushambi Chakraborty: উন্মুক্ত ক্লিভেজ, এবার সাহসী ছবি শেয়ার আদৃত-প্রিয়া কৌশাম্বীর

অন্যান্য রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে নিখোঁজদের মোট সংখ্যা ৫৭ দেয়া হয়েছে, বলা হয়েছে যে ধসের পরে যানবাহনগুলোও চাপা পড়ে গেছে।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, জিনজিং কোল মাইনিং কোম্পানির পরিচালিত একটি খনির বিস্তৃত এলাকা জুড়ে একটি ধস ঘটেছে।

আরও পড়ুন -  Kashmir: গোলাগুলিতে নিহত ৬ কাশ্মীরে

উল্লেখ্য, মঙ্গোলিয়া হল চীনে কয়লা ও অন্যান্য খনিজ খনির জন্য একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। সমালোচকদের মতে চীন সরকার পাহাড়, মরুভূমির মূল ভূদৃশ্যকে ধ্বংস করেছে।

সাম্প্রতিক দশকগুলোতে চীনে খনি নিরাপত্তার উন্নতি হয়েছে কিন্তু এখনও প্রায়শই দুর্ঘটনা ঘটে। গত ডিসেম্বরে উত্তর-পশ্চিম জিনজিয়াং অঞ্চলে একটি সোনার খনি ধসে প্রায় ২০ শ্রমিক নিহত হয়েছিল।

আরও পড়ুন -  English Channel: অভিবাসীদের নৌকা ডুবে নিহত ৪, ইংলিশ চ্যানেলে

সূত্রঃ আলজাজিরা