Work from Home: এক তৃতীয়াংশ ইউরোপীয়, কাজ করতে চান বাড়িতে বসে

Published By: Khabar India Online | Published On:

এক জরিপ চালিয়ে দেখা গেছে, এক তৃতীয়াংশ ঘরে বসে অফিস করতে চান ৷ এমনকি এ কাজের জন্য তারা  চাকরিও বদলাতে রাজি।

বুধবার প্রকাশিত ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) জরিপের ফলাফল থেকে এ ধারণা পাওয়া গেছে ৷

গবেষণাপত্রটিতে বলা হয়, যদি ঘরে বসে কাজ করার সুযোগ দেয়া হয় তাহলে কর্মচারীরা চাকরি বদলাতে রাজি।৩০ ভাগ কর্মী ঘর থেকে কাজ করতে ইচ্ছুক।

আরও পড়ুন -  আইরিন কারা অস্কারজয়ী, প্রয়াত

গবেষণায় বলা হয়, কর্মচারীরা ঘর থেকে কাজ করার সুযোগ পেতে নতুন করে চাকরি খুঁজছেন। সেখানে দেখানো হয়, দুই তৃতীয়াংশ কর্মী সপ্তাহে অন্তত একদিন ঘরে বসে কাজ করতে চাইছেন। কারণ হিসেবে তারা অফিসে যাতায়াতের সময় বাঁচানোর কথা বলেছেন।

আরও পড়ুন -  Russia: রাশিয়া গ্যাস সরবরাহ আরো কমাবে ইউরোপে

যাদের ঘর থেকে অফিস যেতে এক ঘণ্টার বেশি সময় লাগে তারা মাসে অন্তত ১০দিন ঘরে বসে কাজ করার পক্ষে। যাদের ১৫ মিনিটের কম লাগে তারা গড়ে ছয়দিন ঘরে বসে অফিস করতে চান।

আরও পড়ুন -  ভারতীয় রেলের মাধ্যমে বাইক পার্সেল করতে চান এক জায়গা থেকে আর এক জায়গায়, জেনে নিন খরচ এবং বিস্তারিত নিয়ম

ব্যবসা এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো এ সংক্রান্ত নীতি নির্ধারণের বিষয়টি নিয়ে কাজ করছে।  বিশেষ করে ইসিবিসহ নানা প্রতিষ্ঠানের কর্মচারী ইউনিয়ন এবং মালিকদের মধ্যে এ নিয়ে টানাপোড়েনের মুখে বিষয়টি নিয়ে তোড়জোর শুরু।

সূত্রঃ রয়টার্স, ডয়েচে ভেলে। ছবিঃ প্রতীকী