Shiva Puja: পশ্চিম বেহালার দাস বাড়ির, ১০৮ বছরের শিবপুজো

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ   পশ্চিম বেহালার দাস বাড়ির ১০৮ বছরের পুরনো শিবপুজো।

হিন্দুদের অন্যতম সেরা পার্বণ শিবরাত্রি, গোটা দেশের বিভিন্ন প্রান্তে পালন করা হয় শিবরাত্রি। শুধু দেশ নয় দেশের বাইরেও শিবরাত্রি পালন করা হয়। তবে তিলোত্তমার সাথে শিবরাত্রির প্রাসঙ্গিকতা জড়িয়ে রয়েছে।

আরও পড়ুন -  Aparajita Adhya: লক্ষ্মী পুজো মানে, অপরাজিতা'র বাড়ির পুজো, চমক রয়েছে ভোগের মেনুতে!

শিবরাত্রি নিয়ে কলকাতায় বহু পৌরাণিক কাহিনী রয়েছে, জড়িয়ে আছে বহু ইতিহাস। প্রসঙ্গ পশ্চিম বেহালার দাসবাড়ির শিবরাত্রি তথা শিব পূজো শতাব্দি প্রাচীন। প্রতিবছর শিবরাত্রির দিন এই দাস বাড়িতে শিব পুজো করা হয়ে থাকে। অন্তত ১০৮ বছর ধরে শিবরাত্রি পালন হচ্ছে পশ্চিম বেহালার দাস বাড়িতে। শিবরাত্রির পর এখানে বিশাল ভোগ প্রসাদের আয়োজন করা হয়ে থাকে, পাড়ার লোক তো বটেই বাইরের থেকে প্রচুর মানুষ প্রসাদ খেতে আসেন।

আরও পড়ুন -  বয়স ধরে রাখতে জিম করুন, বুম্বাদা এত দিন পরে জানালেন, শরীরচর্চার ভিডিও দিয়ে

চার প্রহর ধরে চলে শিবরাত্রি পালন। দাস বাড়ির এক পূর্বপুরুষকে কাশির এক সাধু একটি নুরি পাথর দিয়ে শিব জ্ঞানে পুজো করতে বলেছিলেন সেই থেকেইশুরু শিবরাত্রি উদযাপন। এক সময় আকাশবাণীর খ্যাতনামা শিল্পীরা শিবরাত্রির দিন আসতেন দাস। এখন আরম্বরতা অনেকটা কমলেও, বনেদিয়ানা ঐতিহ্য রয়ে গেছে।

আরও পড়ুন -  টাটা এডুকেশন অ্যান্ড ডেভলপমেন্ট ট্রাস্টকে ২২০ কোটি টাকা ছাড়ের সিদ্ধান্ত আইটিএটি'র