Israel: ইসরায়েল আবারও বিমান হামলা চালিয়েছে, গাজায়

Published By: Khabar India Online | Published On:

আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, ফিলিস্তিনের গাজা উপত্যকায় সোমবার ভোরে। গাজায় বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এই হামলায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা হামাসের রকেট তৈরির জন্য ব্যবহৃত কাঁচামাল সম্বলিত একটি ভূগর্ভস্থ কারখানা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। সেনাবাহিনী আরও বলেছে, শনিবার গাজা থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপের প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছিল। কথিত রকেট উৎক্ষেপণের বিষয়ে কোনো ফিলিস্তিনিদের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন -  Hamas-Israel War: নিহত সংখ্যা ২ হাজারের কাছাকাছি, হামাস-ইসরায়েল যুদ্ধ

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি সেনাবাহিনীর একটি অভিযানে একজন নিহত হয়েছে।

নাবলুসে অভিযানের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি। কয়েক বছরের মধ্যে এই অঞ্চলে সহিংসতার সবচেয়ে মারাত্মক সময়ের মধ্যে এই অভিযান চালানো হয়।

আরও পড়ুন -  ছেলেকে স্তন্যপান করানোর ছবি শেয়ার করলেন অভিনেত্রী সেলিনা জেটলি ! ট্রোলারদের কড়া জবাব দিলেন অভিনেত্রী

চলতি বছর এ পর্যন্ত অন্তত ৪২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলিরা। ইসরায়েলি পক্ষের ১০ জন নিহত হয়।

রবিবার আরব এবং ইসলামিক দেশগুলোর কয়েক ডজন নেতা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সতর্ক করেছেন, দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি কর্মকাণ্ড আঞ্চলিক অশান্তিকে আরও খারাপ করতে পারে কারণ ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতা বেড়েছে।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিনিরা অধিকৃত পশ্চিম তীর ও অধিকৃত পূর্ব জেরুজালেমে একটি মারাত্মক হামলার সম্মুখীন হচ্ছে, বিশ্ব নেতাদের ইসরায়েলের কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।

আরও পড়ুন -  মা..

আরব লীগের বৈঠকে আব্বাস বলেন, ইসরায়েলের ষড়যন্ত্র ও অনুশীলন সব রেড লাইন অতিক্রম করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ফিলিস্তিনি জনগণকে রক্ষা করতে হবে, ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে পদক্ষেপ নিতে হবে।

সূত্রঃ রয়টার্স, আলজাজিরা। ছবিঃ সংগৃহীত