Eoin Morgan: বিদায় নিলেন মরগান, ক্রিকেট থেকে

Published By: Khabar India Online | Published On:

গত বছরই বিদায় বলে দিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে। তারপর থেকে খেলে যাচ্ছিলেন ঘরোয়া ক্রিকেট। সেই ঘরোয়া ক্রিকেটকেও এবার বিদায় বলে দিলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক আইন মরগান।

সোমবার এক বিবৃতিতে ৩৬ বছর বয়সী এই ব্যাটার জানান অবসরের ঘোষণা। জানান, বেশ গর্ব নিয়েই খেলাটা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যে খেলাটা তাকে শেষ কিছু বছরে অনেক কিছুই দিয়েছে।

আরও পড়ুন -  Today's Game: আজকের খেলা রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২

গত গ্রীষ্মে ইংল্যান্ড জাতীয় দলকে বিদায় জানিয়েছিলেন তিনি। তারপর মিডলসেক্সের হয়ে কাউন্টিতে খেলেছেন। সবশেষ দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টিতেও খেলেছেন। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট খেলেই ক্রিকেটকে বিদায় জানালেন তিনি।

আরও পড়ুন -  Champion England: চ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তানকে হারিয়ে

ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের অন্যতম প্রভাবশালী খেলোয়াড় তিনি। ২০১৫ সালে বিশ্বকাপে ভরাডুবির পর খোলনলচে বদলে গিয়েছিল দল। তারপর জিতেছে ২০১৯ বিশ্বকাপ, নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো।

মরগান বলেন, একজন খেলোয়াড়ের জীবনে চড়াই-উতরাই থাকবেই। আমার পরিবার, বন্ধুরা সবসময়ই আমার পাশে ছিল। আমি বিশেষ করে আমার স্ত্রী তারাকে ধন্যবাদ জানাতে চাই, আমার পরিবার, কাছের বন্ধুদেরকেও, যারা আমাকে নিঃশর্তভাবে সমর্থন করে গেছে।

আরও পড়ুন -  Fight: মাইকেল ভন, সেমিতে ইংল্যান্ড-পাকিস্তান লড়াই চান না

ছবিঃ সংগৃহীত