Women’s T20 World Cup: ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে, আজ

Published By: Khabar India Online | Published On:

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে গ্রুপপর্বে মুখোমুখি হতে যাচ্ছে।

রবিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেপটাউনে পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত।

ভারতীয় দল পাকিস্তানের থেকে অনেক এগিয়ে। পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামলে প্রত্যাশার চাপ থাকে বলেই হরমনপ্রীতদের ফেভারিট বলা যাবে না মোটেও। ম্যাচের দিন স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে যারা, বাজিমাত করবে তারাই।

আরও পড়ুন -  T20 World Cup: আফ্রিকার সাথে জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো, পাকিস্তান

বড় ম্যাচের আগে ভারতীয় শিবিরে চোট আতঙ্ক। আঙুলের চোটে এই ম্যাচে খেলতে পারবেন না সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানার। টিম ম্যানেজমেন্টের আশা, ১৫ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবেন স্মৃতি। ভারতীয় দলের রিজার্ভ বেঞ্চ এতটাই শক্তিশালী যে, এই ম্যাচের আগে স্মৃতির ছিটকে যাওয়া নিয়ে খুব বেশি চিন্তিত নয় টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন -  Ind vs Aus World Cup 2023: ফাইনাল ম্যাচের জন্য বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত ভারতীয় রেলের

ভারতের ওপেনিংয়ে নামতে পারেন শেফালি ভার্মা এবং যস্তিকা ভাটিয়া। সম্প্রতি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত, যেখানে নেতৃত্বে ছিলেন শেফালি। সঙ্গে সিনিয়র দলের আরেক খেলোয়াড় রিচা ঘোষও ছিলেন। যেটি উজ্জীবিত করছে হরমানপ্রীতদের।

আরও পড়ুন -  ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, পাকিস্তানের বিপক্ষে টসে হেরে

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান শেষ সাক্ষাত হয় ২০১৮ সালে। বিশ্বকাপের গ্রুপ লিগের ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে পরাজিত করে ভারত।

ফাইল ছবি