VIDEO: Ullu-র ওয়েব সিরিজের থেকেও বেশি হট, আম্রপালি-নিরাহুয়ার রোম্যান্স, স্নানঘরে

Published By: Khabar India Online | Published On:

সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার সিনেমা অথবা ভিডিও ইউটিউবে আসামাত্রই একেবারে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায়।

তিনি ভোজপুরি সিনেমা জগতের এমন একজন তারকা যার নামেই সিনেমা সুপারহিট হয়ে যায়।

তিনি ইতিমধ্যেই এমন কিছু ছবিতে অভিনয় করেছেন, যে সমস্ত ছবি ভোজপুরি দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এবং ছত্তিশগড়ের মত রাজ্যে দীনেশ লাল যাদবের ছবি এসেছে মানেই সুপারহিট।

আরও পড়ুন -  Trump: ট্রাম্পের আয় ৭১ লাখ ডলার, মুখচ্ছবি বা মাগশট থেকে

সঙ্গে আম্রপালি দুবের কেমিস্ট্রি যেনো যেকোনো ভোজপুরি সিনেমায় একেবারে চার চাঁদ লাগিয়ে দেয়।

ভোজপুরি সিনেমা জগতে একাধিক অভিনেত্রীরা অভিনয় করলেও দীনেশ লাল যাদবের সঙ্গে আম্রপালি দুবের মত জুটি এখনো ভোজপুরি সিনেমা জগতে একটাও তৈরি হয়নি।

আরও পড়ুন -  এক শিশুর উপর পরে গেলেন আন্টি নাচের মাঝে, চমকে উঠল নেটিজেনরা, ভিডিও দেখে

সম্প্রতি তাদের একটি নতুন গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় রিলিজ হয়ে গেছে। এই গানটির নাম ‘ফাগুয়া মে ফাটাতা জওয়ানি’। এই গানটি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

গানটিতে একটি কালো পোশাকে দেখা যাচ্ছে অভিনেত্রী আম্রপালি দুবেকে। এছাড়া একটি হলুদ শার্ট পরে আছেন নিরাহুযা। এই গানে স্নানঘরে শাওয়ারের জলে ভিজে রোম্যান্স করছেন। এই ভিডিওটি এখন ইউটিউবে বেশ ভাইরাল হয়েছে। আম্রপালি দুবে নামের ইউটিউব চ্যানেল থেকে এই গানের ভিডিওটি আপলোড করা হয়েছে। এই গানটি প্রায় ১৬ হাজার মানুষ দেখেছেন। অনেকেই এদের দুজনের মধ্যেকার কেমিস্ট্রি অত্যন্ত পছন্দ করেছেন।

আরও পড়ুন -  সোশ্যাল মিডিয়ায় অজানা প্রতিভার সন্ধান, ‘ও সজনি রে’ গাইছে এক শিশু!