সোমবার (১৩ ফেব্রুয়ারি) মাঠে নামছে আসরের সর্বোচ্চ শিরোপাধারী ব্রাজিল অনূর্ধ্ব ২০ কোপা আমেরিকার শেষ ম্যাচে। ম্যাচটিতে ব্রাজিলের যুবারা জয় পেলে ১২তম শিরোপা ঘরে তুলবে। ১২তম শিরোপার বাধা এখন উরুগুয়ে।
সোমবার ম্যাচটি অনুষ্ঠিত হবে এস্তাদিও এল ক্যাম্পেইন স্টেডিয়ামে।
উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি রবিবার (১২ ফেব্রুয়ারি) হওয়ার কথা ছিল। পরিবর্তন করে সোমবার নতুন তারিখ নির্ধারণ করে কর্তৃপক্ষ।
একসঙ্গে তিন ম্যাচ অনুষ্ঠিত হবে সোমবার। যেখানে মুখোমুখি হবে ইকুয়েডর এবং প্যারাগুয়ে, একই সময়ে আরেকটি ম্যাচে মুখোমুখি হবে ভেনিজুয়েলা এবং কলম্বিয়া। ভোরে মুখোমুখি হবে উরুগুয়ে এবং ব্রাজিল।
তিনটি ম্যাচের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে উরুগুয়ে ও ব্রাজিলের ম্যাচটি। এই ম্যাচ দিয়েই এবারের আসরের শিরোপা নির্ধারণ হবে।
উরুগুয়ে ও ব্রাজিলের মধ্যকার ম্যাচটিতে যারা জিতবে তারা হবে এবারের আসরের চ্যাম্পিয়ন। যদি ম্যাচটি ড্র হয় তাহলে চ্যাম্পিয়ন হবে উরুগুয়ে।
ইকুয়েডর বনাম প্যারাগুয়ে, ভেনিজুয়েলা বনাম কলম্বিয়ার ম্যাচ দুটিও গুরুত্ব পাচ্ছে চতুর্থ হওয়ার জন্য। ব্রাজিল, উরুগুয়ে এবং কলম্বিয়া। শীর্ষ তিনে থাকা নিশ্চিত করলেও চতুর্থ স্থানের জন্য লড়াই করছে বাকি তিনটি দল। যারা চতুর্থ হবে আগামী বিশ্বকাপে সুযোগ পাবে।
ফাইল ছবি