Citizenship: ৫ হাজার অন্তঃসত্ত্বা রুশ নারী, নাগরিকত্বের আশায় আর্জেন্টিনায়!

Published By: Khabar India Online | Published On:

রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকে অন্তত ৫ হাজার রুশ অন্তঃসত্ত্বা নারী সন্তান জন্মদানের জন্য আর্জেন্টিনা পাড়ি জমিয়েছেন।

গত বৃহস্পতিবারের এক ফ্লাইটেই আর্জেন্টিনায় প্রবেশ করেন ৩৩ জন। আর্জেন্টাইন কর্মকর্তাদের কথা অনুযায়ী, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অনাগত সন্তানেরা যেন আর্জেন্টিনার নাগরিকত্ব পায়, সে বিষয়টি নিশ্চিত করতেই  গেছেন তারা। আর্জেন্টিনার স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ওই নারীরা।

আরও পড়ুন -  Weather Forecast: কালবৈশাখী আসছে, প্রবল বৃষ্টিতে এলোমেলো পরিস্থিতি তৈরি হবে এই সব জেলায়

আর্জেন্টিনার অভিবাসন কার্যালয়ের পরিচালক ফ্লোরেন্সিয়া কারিগনানো শুক্রবার বলেন, এমন ঘটনাগুলো চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে। তিনি পুরো প্রক্রিয়াকে একটি লাভজনক ব্যবসা হিসেবে উল্লেখ করছেন। এর মাধ্যমে রুশ অভিভাবকরা আর্জেন্টাইন পাসপোর্ট পাওয়ারও প্রতিশ্রুতি পেয়ে থাকেন।

বৃহস্পতিবার এক ফ্লাইটে ৩৩ জন রুশ নারী বুয়েন্স আইরেস পৌঁছেছেন। তাদের সবাই ৩২ থেকে ৩৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা। শুরুতে পাসপোর্ট নিয়ন্ত্রণ থেকে তাদের অনেককেই ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। শেষ পর্যন্ত তাদের দেশে প্রবেশ করতে দেয়া হয়।

আরও পড়ুন -  Rain forecast in South Bengal: ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের ৬ জেলায়, কবে হবে বৃষ্টি? জানুন

কারিগনানো বলেছেন, গত বছর প্রায় সাড়ে ১০ হাজার অন্তঃসত্ত্বা নারী লাতিন আমেরিকার দেশটিতে পৌঁছেছেন। এদের মধ্যে ৫ হাজার ৮০০ জন ছিলেন শেষ তিন মাসে, অনেকেই বলেছেন তারা ৩৩তম বা ৩৪ তম সপ্তাহে আছেন।

সন্তান জন্মদানের জন্য রুশ নাগরিকদের আর্জেন্টিনা ভ্রমণের সুযোগ করে দেয়া ব্যবসা হিসেবেও দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। রুশ ভাষায় লেখা এ–সংক্রান্ত একটি ওয়েবসাইট নজরে এসেছে বিবিসির। সেখানে আর্জেন্টিনায় গিয়ে সন্তান জন্মদানের বিভিন্ন প্যাকেজের বিজ্ঞাপন দেয়া হয়েছে। প্যাকেজগুলোর সুবিধা নিতে গুনতে হবে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার।

আরও পড়ুন -  নদী গর্ভে তলিয়ে গেল বাঁধ

প্যাকেজের মধ্যে রয়েছে, বিমানবন্দর থেকে আনা-নেয়া, স্প্যানিশ ভাষা শিক্ষা ও আর্জেন্টিনার রাজধানীতে সেরা মানের হাসপাতালগুলোতে খরচের ওপর ছাড়সহ নানা সুযোগ।

ছবিঃ প্রতীকী