Aadhaar Card Verify: নিজের আধার কার্ডের তথ্য, বাড়িতে বসেই ভেরিফাই করে নিন অনলাইনে,পদ্ধতি জানুন

Published By: Khabar India Online | Published On:

সব থেকে জনপ্রিয় পরিচয় পত্রের মধ্যে একটি হলো আধার কার্ড। আধার কার্ড এমন একটি ডকুমেন্ট যা আপনার কাছে থাকতেই হবে। নানা রকম কাজের ক্ষেত্রে আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ উঠেছে আজকের দিনে।

আধার কার্ডের মাধ্যমে পরিচয় পত্র থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা পর্যন্ত সমস্ত কাজ করা সম্ভব। আপনার আধার কার্ড সঠিক কিনা সেটা তো আগে আপনাকে জেনে নিতে হবেই। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি নিজের আধার কার্ড ভেরিফাই করবেন?

আরও পড়ুন -  Agartala Akhaura Rail Line: মাত্র ১০ ঘন্টা, আগরতলা থেকে কলকাতার যাতায়াতের সময়, রেলমন্ত্রকের বিশেষ উদ্যোগ

অনলাইনে আধার যাচাই করার পদক্ষেপ

  • myaadhaar.uidai.gov.in-এ যান।
  • *  আপনার আধার নম্বর ও ক্যাপচা কোড লিখুন।
  • ‘প্রোসিড অ্যান্ড ভেরিফাই আধার’-এ ক্লিক করুন।

আধার অফলাইনে যাচাই করার পদক্ষেপ 

  • mAadhaar অ্যাপ ডাউনলোড করুন।
  • অ্যাপটি খুলুন ও QR কোড স্ক্যানার চালু করুন।
  • উপস্থাপিত আধারে QR কোড স্ক্যান করুন।
  • আপনার কাছে উপস্থাপিত ফিজিক্যাল কপি দিয়ে এটি যাচাই করুন।
আরও পড়ুন -  Aadhaar Card: আধার কার্ড ব্যবহারকারীদের এই কাজটি করতে হবে, সমস্যায় পড়বেন না হলেই

 বৃহস্পতিবার, কেন্দ্রীয় আইন এবং বিচার মন্ত্রী কিরেন রিজিজু রাজ্যসভায় জানিয়েছিলেন যে, ভোটার তালিকা শুদ্ধ করার উদ্দেশ্যে প্রমাণীকরণ ও সনাক্তকরণের জন্য আধার হল প্রয়োজনীয় একাধিক নথির মধ্যে একটি।  নিজের আধার কার্ডটিকে সযত্নে রাখতে হবে।

আরও পড়ুন -  স্পষ্ট করল নির্বাচন কমিশন, ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক না করালে কি হবে?