Turkey-Syria earthquake: হৃদয়স্পর্শী ছবি, সবাইকে আপ্লুত করছে

Published By: Khabar India Online | Published On:

সারাবিশ্বের মানুষকেই নাড়া দিয়েছে তুরস্ক-সিরিয়ার ভূমিকম্প। শত শত ভবন মাটিতে মিশে গেছে প্রলয়ংকরি ভূমিকম্পে। ধ্বংস্তূপ ঘিরে রচিত হচ্ছে কত কত মর্মস্পর্শী দৃশ্য। এরমধ্যে একটি ছবি সবাইকে আপ্লুত করেছে। ছবিটি ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া দুই ভাই–বোনের। ছোট ভাইয়ের মাথায় যেন কোনো কিছুর আঘাত না লাগে, তাই নিজের হাত দিয়ে ভাইয়ের মাথা আগলে রেখেছে সাত বছরের বোন।

আরও পড়ুন -  Bhojpuri Song: নিরহুয়া আম্রপালীর সৌন্দর্য দেখে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, অন্তরঙ্গ দৃশ্যে ভরা এই ভিডিওটি দেখুন

মোহাম্মদ সাফা নামের জাতিসংঘের এক প্রতিনিধি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ছবিটি শেয়ার করেছেন। তিনি বলেন, ১৭ ঘণ্টা পর ওই ২ ভাই–বোন ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

টুইটার পোস্টে সাফা লেখেন, সাত বছর বয়সী মেয়েটি, ভাইকে সুরক্ষিত রাখার জন্য তার মাথায় হাত দিয়ে আগলে রেখেছিল। তারা ১৭ ঘণ্টা সেখানে আটকে ছিল। আমি দেখলাম, ছবিটা কেউ শেয়ার করছে না। ও যদি মারা যেত তাহলে হয়তো সবাই তা শেয়ার করত। ইতিবাচক জিনিস শেয়ার করুন।

আরও পড়ুন -  Short Film: চাকরের সাথে ঘনিষ্ঠ হলেন এই সুন্দরী মালকিন, দরজা আগে বন্ধ করুন তারপর দেখুন এই শর্টফিল্মটি

ছবিটি ইন্টারনেট ব্যবহারকারীদের আপ্লুত করেছে। কষ্টকর পরিস্থিতির মধ্যেও সহানুভূতিশীল আচরণের কারণে মেয়েটি প্রশংসিত হচ্ছে।

এক টুইটার ব্যবহারকারী মন্তব্য করেছেন, অলৌকিক ঘটনা। কী দারুণ বড় বোন। এ ধরনের চাপপূর্ণ পরিস্থিতিতেও কতটা ভালোবাসার বন্ধনে আগলে রেখেছে। অন্য একজন ব্যবহারকারী লেখেন, তার জন্য আশীর্বাদ। শিশুদের ভালোবাসা এবং সহনশীলতা আমাকে কাঁদায়।  যারা এখনো আটকে আছে তারাও উদ্ধার হবে বলে আশা করছি। যেসব উদ্ধারকারী নিরলস কাজ করে যাচ্ছেন তাঁদের প্রতি শ্রদ্ধা।

আরও পড়ুন -  হিন্দুদের বোকা বানিয়েছেন, প্রকাশ্যে নুসরতকে এক হাত নিলেন দিলীপ ঘোষ

ছবিঃ সংগৃহীত