Saudi Arabia-Al-Hilal: রাতে রিয়ালের মুখোমুখি হচ্ছে আল-হিলাল, ক্লাব বিশ্বকাপের ফাইনালে

Published By: Khabar India Online | Published On:

সৌদি আরবের অন্যতম সেরা ফুটবল ক্লাব আল-হিলাল ক্লাব বিশ্বকাপে ইতিহাস সৃষ্টি করার দাঁড়প্রান্তে।    শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে তাদের প্রতিপক্ষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

শনিবার রাতে মরক্কোর প্রিন্স মৌলে আবদেল্লাহ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে স্প্যানিশ ক্লাব রিয়ালের মুখোমুখি হবে এশিয়ান চ্যাম্পিয়ন আল-হিলাল।

আগে প্রথম সেমিফাইনালে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব ফ্লামেঙ্গোকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পায় সৌদি আরবের ক্লাব আল হিলাল। শিরোপা ছুঁয়ে দেখার আকাশ সমান স্বপ্ন সালেম আল দাওশিরি-সালেহ আল শেহরিদের সামনে।

আরও পড়ুন -  আবারও দেখা হচ্ছে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর

ক্লাব বিশ্বকাপে নিজেদের পঞ্চম শিরোপার খুব কাছে রয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় সেমিফাইনালে মিশরের ক্লাব আল আহলিকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

আরও পড়ুন -  First Time: সৌদি আরবে প্রথমবারের মতো নারীদের বক্সিং টুর্নামেন্ট

ক্লাব বিশ্বকাপের রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আল-হিলালের বিপক্ষে নামার আগে শেষবারের মতো নিজেদের প্রস্তুত করে নেয় পুরো দল। ইনজুরির কারণে ফরোয়ার্ড করিম বেনজেমা এবং ডিফেন্ডার মিলিতাওকে দল মিস করলেও ফাইনালে তাদের উপস্থিতির কথা জানিয়েছেন রিয়াল কোচ।

আরও পড়ুন -  PSG: মেসির পিএসজি অধ্যায় শেষ হচ্ছে আগামী মাসেই

কার্লো আনচেলত্তি বলেন, মৌসুমের খুব গুরুত্বপূর্ণ সময় এটি। আল-হিলাল খুব ভালো দল। নিজেদের সেরাটা দিয়েই ফাইনালের মঞ্চে জায়গা করে নিয়েছে তারা। আমরাও মাঠের লড়াইয়ে ছাড় দিচ্ছি না।

লা লিগায় ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে আছে আনচেলত্তির দল। ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

ছবিঃ সংগৃহীত