Santosh Trophy Football: প্রথম ম্যাচে পয়েন্ট হারালো, বাংলার ছেলেরা

Published By: Khabar India Online | Published On:

শিখা দেবঃ  প্রথম ম্যাচে পয়েন্ট হারালো বাংলার ছেলেরা।

সন্তোষ ট্রফি ফুটবলের মূল পর্বের খেলায় প্রথম ম্যাচে পয়েন্ট হারালো বাংলার ছেলেরা। ভুবনেশ্বরের মাঠে শনিবার সকালে বাংলা মুখোমুখি হয়েছিলো দিল্লির সঙ্গে। বাংলার ছেলেরা আত্মবিশ্বাসী থাকলেও শেষ পর্যন্ত নিজেদের দখলে ম্যাচ ধরে রাখতে পারেননি। খেলা ২-২ গোলে শেষ হয়। দিল্লি প্রথমে গোল করে এগিয়ে যায়।

আরও পড়ুন -  রাজ্যে রিলিফ ফান্ডে ১০০ চেক দেয়া হলো

তারপরে বাংলার হয়ে নরহরি শ্রেষ্ঠা গোল করে খেলায় সমতা আনেন। আবার নরহরি শ্রেষ্ঠা গোল করে বাংলাকে এগিয়ে দেন। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয় নি। খেলার শেষ সময়ে দিল্লি গোল করে সমতা আনে। খেলা ড্র করে দুই দল মাঠ ছাড়ে। ড্র করায় বাংলা চাপে পড়ে গেলো। পরের ম্যাচে বাংলা খেলবে সোমবার সার্ভিসেসের সঙ্গে।

আরও পড়ুন -  সবুজ মেরুন শিবিরে আবার এলেন, সঞ্জয় সেন

সৌজন্যে।