Anushka Sharma: তুমুল বিতর্কে অনুষ্কা শর্মা পোশাক নিয়ে, বাতাসে উড়ল নায়িকার টপ

Published By: Khabar India Online | Published On:

অনুষ্কা শর্মা, মা হওয়ার পর প্রসিত রায় পরিচালিত ‘চাকদহ এক্সপ্রেস’এর সূত্র ধরেই পুনরায় বড়পর্দায় ফিরছেন অভিনেত্রী। শেষ হয়েছে ছবির শুটিং।

জোরকদমে চলছে শুটিং পরবর্তী কাজ। ভারতীয় মহিলা ক্রিকেট দলের ঝুলন গোস্বামীর চরিত্রের উপর নির্ভর করেই তৈরি হচ্ছে। তার জীবনের ওঠা পড়ার প্রতিটি ধাপ দেখানো হবে এই ছবিতে। সেই নিয়েই মিডিয়ার পাতায় বেশ কয়েকমাস ধরে চর্চার আলোতে বিরাট পত্নী।

আরও পড়ুন -  সোনু নিগম কুম্ভ মেলা নিয়ে কথা বলাতে, নেটিজেনদের কটাক্ষের শিকার

এই মুহূর্তে একটি ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে নেটনাগরিকদের একাংশের মাঝে তুমুল কটাক্ষের শিকার হয়েছেন অনুষ্কা শর্মা। ভাইরাল হওয়া ভিডিওতে কোন একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী। সেখানে হলুদ অফ-শোল্ডার টপ এবং ব্লু ডেনিমে ছিলেন। সেই অনুষ্ঠানেই এই পোশাকের সূত্র ধরে একাধিকবার ক্যামেরার সামনে অস্বস্তিতে পড়তে হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by @varindertchawla

হাওয়ায় রীতিমতো উঠছিল তার পোশাক। সেখানে উপস্থিত থাকাকালীন পুরো সময়টায় রীতিমতো হাত দিয়ে ধরেছিলেন নিজের টপ। সেই ঝলক অবশ্য নজর এড়ায়নি মিডিয়ার।

আরও পড়ুন -  বামনাকৃতি কিছু নক্ষত্রকে শনাক্ত করে সেগুলি জীবের বসবাসযোগ্য বলে বৈজ্ঞানিকরা গবেষণার মাধ্যমে ধারণা করেছেন

এদিন এই পোশাকে একেবারেই সাবলীল ছিলেন না বিরাট পত্নী। বারবার ক্যামেরার সামনেই নিজের পোশাক ঠিক করতে দেখা গিয়েছে তাকে। সেই ঝলক ক্যামেরাবন্দি হতেই ভাইরাল নেটদুনিয়ায়।

আরও পড়ুন -  Munmun Dhamecha: নেই জামিনদার, কি হবে অন্তর্বাসে মাদক লুকিয়ে রাখা মুনমুনের !

 ঝলক নেটনাগরিকদের একাংশের চোখে পড়তেই একাধিক কু-মন্তব্যে শুনতে হয়েছে অভিনেত্রীকে। কেউ বলেছেন, যে পোশাকে তিনি সাবলীল নন, তেমন পোশাক পরার কি প্রয়োজন ছিল? আবার কেউ উরফি জাভেদের সাথে তুলনা করেছেন তার। এমন নানা ধরনের মন্তব্যের তীরে সম্প্রতি বিদ্ধ হয়েছেন অনুষ্কা শর্মা।