Kapil Dev: এই খেলোয়াড়ের উপর রেগে গেলেন, কপিল দেব

Published By: Khabar India Online | Published On:

ভারতের এক তরুণ ক্রিকেটারের উপর রেগে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ওই ক্রিকেটারকে সজোরে চড় মারার ঘোষণা দেন। এই বক্তব্য রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কি এমন মন্তব্য করেছেন যার জন্য গোটা ক্রিকেট বিশ্ব এখন তোলপাড়।

ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব এদিন টিম ইন্ডিয়ার তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থের উদ্দেশ্যে এমনই মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘ঋষভ পন্থ আগে সুস্থ হয়ে উঠুক তারপর আমি গিয়ে ওকে একটা সজোরে চড় কষিয়ে দেবো। আপনি কিভাবে দলের সঙ্গে এমন কাজ করতে পারেন? যেখানে আপনাকে ছাড়া ভারতীয় দল ভারসাম্যহীন। আপনার উচিত ছিল সযত্নে ভ্রমণ করা। আজ আপনার গাফিলতিতে ভারতীয় দল বিপদের মধ্যে রয়েছে। একজন সফল ক্রিকেটার কখনো এমন ব্যবহার করেন না।’

আরও পড়ুন -  ICC World Cup 2023: ‘গোল্ডেন যুগে’ ২০২৩ বিশ্বকাপের লোগো প্রকাশ করল ICC, ভারতের বিশ্ব জয়ের, ক্রিকেট মহলে উত্তেজনা

উল্লেখ্য, ঋষভ পন্থের উদ্দেশ্যে ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের এমন মন্তব্যের কারণ দুর্ঘটনায় পড়ে জাতীয় দল থেকে ঋষভ পন্থের ছিটকে যাওয়া। জানিয়ে রাখি, দিল্লি-দেরাদুন হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন ভারতের উইকেট রক্ষক। বিগত এক মাসের বেশি সময় ধরে দিল্লির একটি নামকরা বেসরকারি হসপিটালে চিকিৎসা রত রয়েছেন ঋষভ পন্থ। তার হাঁটুতে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার ফলে ইতিমধ্যে একটি অস্ত্রপাচার হয়েছে।

আরও পড়ুন -  Sourav Ganguly : সৌরভ- ডোনার মেয়ে সানা, লন্ডনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন

তার অনুপস্থিতিতে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় দল ভারসাম্যহীন হয়ে পড়েছে বলে মনে করছেন কপিল দেব।