David Balogun: স্কুলের পড়াশোনা সম্পন্ন, মাত্র ৯ বছর বয়সেই!

Published By: Khabar India Online | Published On:

৯ বছরের শিশু স্কুলের গণ্ডি পেরিয়েছে। শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তবে এমনই কৃতি গড়ে তাক লাগিয়ে দিয়েছে মার্কিন শিশু ডেভিড বালোগুন। সায়েন্স ও কম্পিউটার প্রোগ্রামে স্নাতক হয়েছে। ডেভিড ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য তৈরি।

পেনিসিলভানিয়ার হারিসবার্গের সাইবার চ্যাটার্ড স্কুল থেকেই সায়েন্স ও কম্পিউটার প্রোগ্রামে হাইস্কুল স্নাতক হয়েছে ফিলাদেলফিয়ার নিকটবর্তী বেনসালেমেরের বাসিন্দা ডেভিড বালোগুন। ডিগ্রি অর্জনের সঙ্গে সঙ্গে সর্বকনিষ্ঠ স্কুল-স্নাতকদের তালিকায় নাম তুলে নিয়েছে ডেভিড।

আরও পড়ুন -  Neha Amandeep: চোখে জল আসবে, অভিনেত্রী নেহার কাহিনী, ঘরবন্দি থাকতেন মানসিক অবসাদে

এই তালিকায় তার স্থান দ্বিতীয়। আগে সর্বকনিষ্ঠ হাইস্কুল স্নাতক হিসাবে গিনেস বুকে নাম তুলেছিল মাইকেল কিয়ারনি। ১৯৯০ সালে মাত্র ৬ বছর বয়সে হাইস্কুল স্নাতক হয়েছিল মাইকেল। পুলিৎজার পুরস্কারজয়ী সাংবাদিক রোনান ফারো ১১ বছর বয়সে স্কুলের পড়াশোনা শেষ করেছিলেন।

কেবল খেলার ছলেই স্কুল-স্নাতক ডিগ্রি সম্পন্ন করেনি ডেভিড। বয়স কম হলেও ভবিষ্যৎ সম্পর্কে এখন থেকেই পরিকল্পনা করে নিয়েছে ৯ বছরের শিশু। পড়াশোনা শেষ করে পেশা হিসাবে কোন দিকে যাবে, তাও স্থির করে নিয়েছে।

আরও পড়ুন -  Pakistan: নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্ত্রিসভার ৩৪ সদস্য আজ শপথ নিবেন

এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ডেভিড বলে, আমি একজন জ্যোতিপদার্থবিদ হতে চাই। ব্ল্যাক হোল ও সুপারনোভা নিয়ে পড়াশোনা করবো।

ছেলের পড়াশোনা এবং বুদ্ধিমত্তায় অভিভূত ডেভিডের বাবা-মা। মাত্র ৯ বছর বয়সেই যে ডেভিড অনেক কিছু বুঝতে সক্ষম, অনেক সময় ডেভিডের বুদ্ধি তার বোঝার ক্ষমতাকেও পিছনে ফেলে দেয় বলে জানিয়েছেন সর্বকনিষ্ঠ স্নাতকের গর্বিত মা রোনিয়া।

আরও পড়ুন -  Train Time: উত্তরবঙ্গে যাওয়ার আগে ট্রেনের টাইম টেবিল দেখুন, বদল হয়েছে একাধিক ট্রেনের টাইম

ডেভিড অন্যান্য ছাত্রদের থেকে আলাদা বলে জানিয়েছেন তার শিক্শিক কোডি ডেড। তিনি বলেন, ডেভিড ছোট থেকেই অনুপ্রাণিত শিশু। সে পড়াশোনার গতানুগতিক ভাবনা-চিন্তাকে সে পাল্টে দিয়েছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান। ছবিঃ সংগৃহীত