ববিতা জি রেগে গেলেন, এক রাতের জন্য কত? এক ব্যক্তির কথা শুনে

Published By: Khabar India Online | Published On:

 হিন্দি টেলিভিশন জগৎ’এর পরিচিত একজন অভিনেত্রী মুনমুন দত্ত। দর্শকমহলের ববিতা নামেই বেশি পরিচিত তিনি। ‘তারক মেহেতা কা উল্টা চশমা’য় ববিতার চরিত্রেই অভিনয় করে থাকেন মুনমুন দত্ত।

 বর্তমানের অন্যতম ব্যস্ত অভিনেত্রী মুনমুন। মিডিয়ার পাতায় কারণে অকারণে চর্চায় থাকতে দেখা যায়।  সম্প্রতি একটি পুরনো ঘটনার সূত্র ধরেই একাংশের মাঝে চর্চিত তিনি।নেটদুনিয়াও দেখেছিলেন তার প্রতিবাদী রূপ।

আরও পড়ুন -  অঙ্কুশ-ঐন্দ্রিলা, এই জনপ্রিয় জুটি গাঁটছাড়া বাঁধার আগেই জলের মধ্যে অন্তরঙ্গ মুহূর্ত'র দৃশ্য

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয়।  ‘তারক মেহেতা কা উল্টা চশমা’র অভিনেত্রী মুনমুন দত্ত। প্রায়ই নিজের একাধিক রিল ভিডিও এবং ছবি শেয়ার করে নিতে দেখা যায় তাকে।

বেশ কয়েকবছর আগে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জড়িয়ে পড়েছিলেন জামেলায়। গোল বেঁধেছিল এক নেটনাগরিকের সাথে। তার কটু কথার জন্যই সোশ্যাল মিডিয়ার পাতাতে মেজাজ হারিয়েছিলেন অভিনেত্রী। কি হয়েছিল এমন?

আরও পড়ুন -  Nora Fatehi: নোরা ফাতেহি দুর্দান্ত বেলি নাচ ভাইজানের গানে, ভক্তমহলের একাংশ ঘায়েল

জানা গেছে, ২০১৮ সালে তার সোশ্যাল মিডিয়ার এক পোস্টে এক ব্যক্তি তাকে সরাসরি জিজ্ঞাসা করেছিলেন এক রাতের জন্য তিনি কত নেবেন? আর এই মন্তব্য দেখতে রীতিমতো রেগে যান অভিনেত্রী।

আরও পড়ুন -  Sidharth Shukla: প্রয়াত জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা, শোকের ছায়া বলিউডে !

জবাবে যোগ্য উত্তরও দিয়েছিলেন তাকে। তিনি বলেছিলেন , তিনি কেন কমেন্টবক্সে এসে ভিক্ষা করছেন? তার এমন মুখ রয়েছে বলে তিনি এইসব কথা বলবেন? এমনকি তিনি এও বলেন, তার মতো মানুষের গায়ে কেউ থুতুও ফেলবেন না। অভিনেত্রীর এই আচরণ সমর্থন করেছিলেন নেটজনতার একাংশ।