সোমবার বন্দুকহামলার ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে লেকল্যান্ড পুলিশ।
লেকল্যান্ড পুলিশ বিভাগের প্রধান স্যাম টেলর জানিয়েছেন, স্থানীয় সময় বিকাল ৩ টা ৪৩ মিনিটে আইওয়া এভিনিউ নর্থ ও প্লাম স্ট্রিটের কাছে একটি স্থানে গোলাগুলির খবর পেয়ে ছুটে যায় পুলিশ। ধারণা করা হচ্ছে, চারজন বন্দুকধারী একটি গাঢ়-নীল গাড়ি থেকে রাস্তার দুইদিকে গুলি করে।
টেলরকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, লেকল্যান্ড পুলিশ এখনও সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করতে পারেনি। গাড়িটি দ্রুত গতিতে চলে যায়, পুলিশ এখন সেই গাড়িটিকে খুঁজছে।
টেলরের মতে, আহতদের সবাই পুরুষ ও তাদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।
টেলর বলেন, পুলিশ ঘটনাস্থলে উল্লেখযোগ্য ‘পরিমাণ’ গাঁজা পেয়েছে। তাদের ধারণা গোলাগুলির সময়ে ঘটনাস্থলে মাদক বিক্রি বা গাঁজা বিক্রি হচ্ছিল।
টেলর আরও বলেন, এই বিভাগে তার ৩৪ বছরের কর্মজীবনে তিনি কখনও এমন একটি মামলায় কাজ করেননি একসঙ্গে এত মানুষ গুলিবিদ্ধ হয়েছেন।