Sharmin Ankhi: অভিনেত্রী শারমিন আঁখি, শঙ্কামুক্ত নন

Published By: Khabar India Online | Published On:

শারীরিক অবস্থা এখনও খুব একটা শঙ্কামুক্ত নন অভিনেত্রী শারমিন আঁখির। শুটিং সেটে আগুনে দগ্ধ হওয়া এ অভিনেত্রীর শরীরের ৩৫ ভাগ অংশ পুড়ে গেছে। শ্বাসনালিও পুড়ে গেছে।

অভিনেত্রীর শারীরিক অবস্থা প্রসঙ্গে গণমাধ্যমকে এমনটা জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন।

আরও পড়ুন -  নতুনভাবে সাজাচ্ছে জেলা তৃণমূল কংগ্রেস কমিটি

আঁখির স্বামী নাট্য নির্মাতা রাহাত কবির জানিয়েছেন, ‘বার্ন রোগীর শারীরিক অবস্থা ফল করার আশঙ্কা থাকে। এ ধরনের রোগী সেনসেটিভ। পাঁচ থেকে সাত দিন না গেলে অবস্থা বোঝা যাবে না। প্রতিটি মুহূর্ত আমাদের চিন্তা করতে হচ্ছে। অবস্থা এখনো স্ট্যাবল নয়।’

আরও পড়ুন -  Sharmin Ankhi: অভিনেত্রী আঁখির অবস্থার অবনতি, শুটিং করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ

প্রসঙ্গত, গত রবিবার (২৯ জানুয়ারি) রাজধানীর মিরপুরে একটি টেলিফিল্মের শুটিং সেটে আহত হন শারমিন আঁখি। তাকে দ্রুত রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন -  বিখ্যাত গান ড্রিম গার্ল গাইলেন আয়ুষ্মান খোরানা, কিশোর কুমারের জন্মদিনে, দর্শকরা প্রশংসায় ভরিয়ে দিলেন, ভিডিও

উল্লেখ্য, চট্টগ্রামে বেড়ে ওঠা আঁখির মঞ্চে যাত্রা শুরু ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’র মধ্য দিয়ে। পরবর্তীতে টিভি নাটকে কাজ করেও আলোচনায় উঠে আসেন।