সাহসিকতার সীমা অতিক্রম করলেন Urfi Javed, কালো শঙ্কু আকৃতির ব্রালেট পরে

Published By: Khabar India Online | Published On:

বোল্ডনেস কুইন গ্ল্যামার ওয়ার্ল্ডের উরফি জাভেদ তাঁর শরীরী ভাঁজের খেলায় নেটিজেনদের বোল্ড আউট করতে সিদ্ধহস্ত।

 প্রকাশ্যে যেকোনো সময় অন্তর্বাস ছাড়াই বা কখনো খোলামেলা বা কাঁটাছেঁড়া পোশাক পরে বেরিয়ে আসেন তিনি। ফ্যাশনের জেরে প্রায় রোজ পাপারাৎজিদের ভাইরাল কন্টেন্ট হয়ে ওঠেন।

শত বিতর্ক বা ট্রোল হতে হলেও তিনি নিজের ফ্যাশন স্টেটমেন্ট সম্বন্ধে খুবই আত্মবিশ্বাসী।

আরও পড়ুন -  Social Media: সামনে ঝুঁকতেই বড় বিপত্তি, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কাজলের উপস ! স্লিভলেস ব্লাউজ পরেছিলেন

সোশ্যাল মিডিয়াতে দারুন অ্যাকটিভ থাকেন মডেল অভিনেত্রী। বিগ বস ও পোশাক বিতর্কের সৌজন্যে তাঁর অনুরাগীর সংখ্যা একলাফে বেড়েছে অনেকখানি।

তিনি তাঁর সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রিল ভিডিও বা বোল্ড ফটোশুটের ছবি পোস্ট করে থাকেন।  পাপারাজ্জিদের মধ্যে তাঁর জনপ্রিয়তা ব্যাপক।

অভিনেত্রীও তারিয়ে উপভোগ করেন সেই সমস্ত মুহূর্ত। পাশাপাশি আজকাল তো আবার বিভিন্ন অদ্ভুত জিনিস দিয়ে শরীর ঢেকে ভিডিও বানিয়ে নিজের ফ্যাশন স্টেটমেন্ট এর পরিচয় দেন উরফি জাভেদ।

আরও পড়ুন -  স্টার কাজল আগরওয়াল, দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন, এই মুহূর্তে কলকাতাতেই রয়েছেন

অদ্ভুত পোশাক পরার জন্য দেশের মানুষের কাছে অনেকবার ট্রোলের শিকার হতে হয়েছে মডেল অভিনেত্রীকে। তিনি নিজের ইচ্ছাতেই জীবন কাটাতে পছন্দ করেন। আবার একটি ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে।

 

View this post on Instagram

 

A post shared by DNP ENTERTAINMENT (@dnpentertainment)

পোশাক দেখে এটা বোঝা খুবই মুশকিল সেটা পোশাক না অদ্ভুত কিছু জিনিস। ছবিতে তিনি কালো শঙ্কু আকৃতির ব্র্যালেট পরেছেন। ছবিতে ডোনা ডেলি রেস্তোরাঁর অবস্থানও উল্লেখ করেছেন। উরফিকে তার সর্বশেষ পোশাকে তার ক্লিভেজ ফ্লান্ট করতে দেখা যায়। একটি কালো স্যুট, একটি মখমলের স্কার্ট পরা অবস্থায় উরফি দৃষ্টি আকর্ষণ করেছিল। এই পোস্ট ইন্টারনেটে ব্যাপক ভাইরাল।

আরও পড়ুন -  Prithvi Shaw: পৃথ্বী কান্ডে গ্রেপ্তার হওয়া রমনী কে? নাভিতে ট্যাটু, ফলোয়ার্স লক্ষাধিক ইনস্টায়!