Pathaan Box Office: ‘পাঠান’ বক্স অফিসে মন্থর তৃতীয় দিনেই, ভাঙল না কেজিএফ-বাহুবলীর রেকর্ড

Published By: Khabar India Online | Published On:

গত ২৫’শে জানুয়ারি দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে কিং খানের ‘পাঠান’।

কিছুদিন ধরেই ছবি নিয়ে ভক্তদের উন্মাদনার ঝলক নজরে এসেছে সকলের। ‘পাঠান’ মুক্তি পাওয়ার পর শুধুমাত্র ভারতে প্রথম দিনেই বক্সঅফিসে ৫৪ কোটির ব্যবসা করেছে। গোটা বিশ্বের নিরিখে সেটি অতিক্রম করেছে ১০০ কোটি।

 এই ছবি দ্বিতীয় দিনে অতিক্রম করেছে ৭০ কোটি। তৃতীয় দিনে এসেই বক্সঅফিসে মন্থর ‘পাঠান’। এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি ট্র্যাকার রমেশ বালার মতে, ছবি মুক্তির তৃতীয় দিনে ভারতের নিরিখে এই ছবি বক্সঅফিসে ৩৪ থেকে ৩৬ কোটি টাকার ব্যবসা করেছে। এই পরিমাণ প্রত্যাশা অনুযায়ী যে যথেষ্ট কম।

বিশেষজ্ঞদের মত, ছুটি না থাকার কারণেই বক্সঅফিসে তৃতীয় দিনে কম ব্যবসা করেছে এই ছবি। এখনো আশাবাদী ছবির সমস্ত কলা কুশলীদের পাশাপাশি সমগ্র ভক্তমহল।

আরও পড়ুন -  Six Students Killed: ছয় ছাত্রকে হত্যা আমিনবাজারে, ১৩ জনের মৃত্যুদণ্ড রায় ঘোষণা

তৃতীয় দিনে ‘পাঠান’ কম ব্যবসার নিরিখে রেকর্ড ভাঙতে পারেনি কেজিএফ-বাহুবলীর মতো ছবির রেকর্ড। খুব স্বাভাবিকভাবেই এটি প্রত্যাশার বাইরে ছিল অনেকেরই। উল্লেখ্য, মুক্তির পর তৃতীয় দিনে
বাহুবলী ২ – ৪৬.৫ কোটি
কেজিএফ – ৪২.৯ কোটি
সাঞ্জু – ৪৬.৭১ কোটি
দঙ্গল – ৪১.৩৪ কোটি
টাইগার জিন্দা হে – ৪৫.৫৩ কোটি ব্যবসা করেছিল।

আরও পড়ুন -  SRK ‘Jawan’ Look: ভক্তদের হার্টবিট বেড়ে গেলো শাহরুখ খানের লুক দেখে, দেখে নিন

সমস্ত রেকর্ড ভাঙতে পারল না কিং খানের ‘পাঠান’। আপাতত সেই নিয়েই মিডিয়ার পাতায় চর্চা তুঙ্গে।