সোনাঝুড়ি জঙ্গলের মাঝে আধুনিকতায় উদ্দাম, যুবক-যুবতীর যৌন বেলাল্লাপনায়

Published By: Khabar India Online | Published On:

খায়রুল আনাম, বোলপুরঃ   ক্ষোভটা জমছিলো দীর্ঘদিন ধরেই। শাল-সোনাঝুড়ি জঙ্গলের মাঝে শান্তিনিকেতনের এই প্রকৃতির মাঝে আদিবাসী মহল্লা। প্রকৃতির এই উদার অঙ্গন এখন ভরে গিয়েছে আধুনিকতায় উদ্দাম এক শ্রেণির যুবক-যুবতীর যৌন বেলাল্লাপনায়।

আরও পড়ুন -  IND vs SL: দলের বাইরে যাবেন পন্থ, সুযোগ পেতে পারেন বিধ্বংসী এই ব্যাটসম্যান, শ্রীলংকার বিরুদ্ধে

এই এলাজায় বসবাসকারী আদিবাসী জনজাতির কাছে যা দুর্বিষহ হয়ে উঠেছে। প্রকাশ্য দিনের আলোতেই মদ্যপান থেকে শুরু করে অবাধে চলছে শারীরিক সম্পর্ক। বাগদেবীর আরাধনায় বেরিয়ে এমন অনেকেই এদিন ওই এলাকায় মেতেছিলো শারীরিক বেলেল্লাপনা আর মাদকের নেশায়। চলছিলো মদের বোতল হাতে যুগলের উদ্দাম নৃত্য। যা সহ্যের বাঁধ ভেঙে দেয় আদিবাসী মানুষজনদের। এদিন লাঠি হাতে আদিবাসী পুরুষ-রমণী থেকে শুরু করে কিশোর-কিশোরীরাও লাঠি হাতে তাড়া করে এলাকা ছাড়া করেছে যৌন উন্মত্ত যুবক-যুবতীদের। তাঁরা জানিয়েছেন, প্রশাসন এসব বন্ধ না করলে ভবিষ্যতে এর পরিণতি ভয়াবহ হবে।

আরও পড়ুন -  Arbaaz Khan: জর্জিয়ার মতো খুশি করতে পারে না মালাইকাঃ আরবাজ খান