Earthquake: ভূমিকম্প ৫.৪ মাত্রা, দিল্লি সহ উত্তর ভারতের একাধিক এলাকায়

Published By: Khabar India Online | Published On:

কেঁপে উঠল রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের ভূমিকম্প একাংশ। প্রায় ২০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয় বলে জানিয়েছেন দিল্লিবাসী। দিল্লির পাশাপাশি উত্তরপ্রদেশের নয়ডা এবং গাজিয়াবাদের ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়।

এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মঙ্গলবার দুপুর ২টো ২৮ মিনিটে হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে প্রায় ৫.৪। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপাল ও চীন অধিকৃত তিব্বতের সীমান্তে।

আরও পড়ুন -  নারী সুরক্ষার বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনের নামল অখিল ভারতীয় বিদ্যার্থী

সংবাদমাধ্যম গুলো জানিয়েছে, ভূমিকম্পের জেরে বেশ কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়ায় রাজধানী দিল্লি ও তার আশপাশের এলাকায়। আতঙ্কিত দিল্লিবাসীদের অনেকে বাড়ি, অফিস থেকে রাস্তায় বেরিয়ে আসেন। একই চিত্র দেখা গিয়েছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ হরিয়ানা-সহ উত্তর ভারতের কিছু রাজ্যে।

আরও পড়ুন -  Mon Phagun: মারা যাবে পিহু, ‘মন ফাগুন’ !

উল্লেখ্য, এই নিয়ে গত এক মাসের মধ্যে তৃতীয়বার কেঁপে উঠল দিল্লি। আগে ৫ জানুয়ারি জম্মু ও কাশ্মীর ও সংলগ্ন এলাকায় ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই ক্ষেত্রেও কেঁপে উঠেছিল নয়া দিল্লি। কম্পন অনুভূত হয়েছিল আফগানিস্তান, পাকিস্তান ও উত্তর ভারতের বিস্তীর্ণ অংশেও।

আরও পড়ুন -  ভারত সরকার, Facebook সহ সোশ্যাল মিডিয়া সংস্থাকে সতর্ক করল

সূত্রঃ এনডিটিভি। প্রতিকী ছবি