Yuzvendra Chahal: ‘সাংবাদিক চাহালের ভবিষ্যৎ উজ্জ্বল’, জানালেন রোহিত, ক্রিকেটারদের খাবারের মেনু দেখালেন চাহাল

Published By: Khabar India Online | Published On:

 চলমানরত ওডিআই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া।

আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অংশ নিতে ইতিমধ্যে ভারতীয় দল রায়পুরের স্টেডিয়ামে পৌঁছেছে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টিম ইন্ডিয়া।

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা স্পিনার যুজবেন্দ্র চাহাল এমন একটি কাজ করেছেন যা রীতিমত ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এদিন ভারতীয় দলের ড্রেসিংরুমের ভেতরের সাজসজ্জা তুলে ধরেছেন এক নিউজ চ্যানেলের মাধ্যমে। ড্রেসিংরুমের ভেতরের সাজসজ্জা ও একাধিক সুযোগ সুবিধা দেখে রীতিমতো অবাক হয়েছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা।

আরও পড়ুন -  MS Dhoni: বিশেষ উপহার পাঠালেন ধোনি আফগান ক্রিকেটারের জন্য, আনন্দে আত্মহারা এই ওপেনার

 যুজবেন্দ্র চাহাল ভিডিও করতে করতে বলেন, “আজ ‘চাহাল টিভি’-তে দয়া করে কোনো খেলোয়াড় আসবেন না। আজ আমরা আপনাদের ড্রেসিংরুমের সমীক্ষা করব।” চাহালের ভিডিও-তে দেখা গেছে খুব ভালো বসার ব্যবস্থা আছে ড্রেসিংরুমে। সেখানে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বসেছেন বিরাট কোহলি ও দলের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

 যুজবেন্দ্র চাহাল ড্রেসিংরুমের ভেতরে ভারতীয় ক্রিকেটাদের জন্য তৈরি ম্যাসাজ টেবিলটিও দেখিয়েছিলেন এবং বলেছিলেন যে খেলোয়াড়দের যখন ম্যাসাজের প্রয়োজন হয় তখন তাদের এখানে ম্যাসাজ করা হয়।

আরও পড়ুন -  ভারত বিজ্ঞান গবেষণা ফেলোশিপ (আইএসআরএফ) ২০২১ ঘোষিত হয়েছে

তিনি ভারতীয় ক্রিকেটারদের জন্য বরাদ্দ খাবার দেখাতে ব্যাস্ত হয়ে পড়েন। ভিডিওতে দেখা গেছে ভারতীয় খেলোয়াড়রা কী ধরনের খাবার পান বিসিসিআইয়ের তরফ থেকে। নাম না জানা খাবারের একাধিক মেনু দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ নেট দর্শকদের।

আরও পড়ুন -  Virat Kohli: অনুষ্কা শর্মা কি জানালেন? কোহলির সেঞ্চুরির পর, বেড়ে গেল সম্মান