Indian Cricketer: পরকীয়ায় জড়িয়ে এই ভারতীয় ক্রিকেটার বাধ্য হয়ে করেছেন বিয়ে, বন্ধুর স্ত্রীকে

Published By: Khabar India Online | Published On:

দীনেশ কার্তিকের লড়াইটা একেবারেই সহজ ছিল না আন্তর্জাতিক ক্রিকেটে। ছোটবেলার বান্ধবীকে বিয়ে, তার নিকট থেকে বিশ্বাসঘাতকতা, একাধিকবার স্বপ্ন ভেঙেছে দীনেশ কার্তিকের।

অবাক হবেন মাত্র ২১ বছর বয়সে দীনেশ কার্তিক তার ছোটবেলার বন্ধু নিকিতাকে বিয়ে করেন। ২০০৭ সালে পারিবারিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের চার হাত এক হয়েছিল। কিন্তু সুখের সংসার বেশিদিন স্থায়ী হয়নি।

আরও পড়ুন -  Team India: চরম উপেক্ষিত ৩ বোলার ভারতীয় দলের, এনারা দাপট দেখাচ্ছেন আইপিএলে

মাত্র ২১ বছর বয়সে বিবাহিত জীবনে পদার্পণ করলেও কখনো দাম্পত্য জীবন সুখের হয়নি দীনেশ কার্তিকের। নিকিতা আর দীনেশের বিয়ে উভয় পরিবারের সম্মতিতে হয়েছিল।

 দীনেশ কার্তিক ও নিকিতার বিবাহিত জীবনের মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে কার্তিকের ঘনিষ্ঠ বন্ধু মুরালি বিজয়ের নাম উঠে আসে।

নিকীতার সঙ্গে মুরালি গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন। দীনেশ কার্তিকের স্ত্রী মুরালির সাথে সম্পর্কে জড়িয়ে গর্ভবতীও হয়ে পড়েন। এই খবর প্রকাশ্যে আসতেই বিয়ের পাঁচ বছর পর, ২০১২ সালে, নিকিতা বানজারা ও দীনেশ ডির্ভোস হয়। তারপর কার্তিকের বন্ধু মুরালি বিজয়ের সাথে বিয়ে করেন নিকিতা।

আরও পড়ুন -  Sealdah Train: আবার ৯বগির ট্রেন, ক্ষোভ নিত্যযাত্রীদের, ১২বগির পরিষেবা চালু হওয়ার সত্ত্বেও

চোখের সামনে ঘটে যাওয়া এই ঘটনার কারণে একেবারেই ভেঙে পড়েন দীনেশ কার্তিক।
দীনেশ কার্তিক স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পাল্লিকালের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন। অবশেষে দীপিকার সাথে ২০১৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দীনেশ কার্তিক। দীনেশ কার্তিক ও দীপিকা পাল্লিকাল গত বছরই যমজ সন্তানের বাবা-মা হয়েছেন। বর্তমানে দীনেশ কার্তিক কেবল তার পারিবারিক জীবনেই সুখী নন বর্তমানে ভারতীয় ক্রিকেটে সেরা ফিনিশার হিসেবে নিজের দাবীদায়িত্ব পেশ করতে হচ্ছে।

আরও পড়ুন -  Team India: ভারতের এই ক্রিকেটার রুস্তম, বিয়ে করলেন তারকা মহিলা ক্রিকেটারকে!