Virat-Anushka: অনুষ্কা উচ্ছ্বসিত কোহলির কৃতিত্বে, এই কথা বললেন স্বামীর প্রশংসায়

Published By: Khabar India Online | Published On:

গতকাল শ্রীলংকার বিরুদ্ধে ওডিআই সিরিজের শেষ ম্যাচে ৩১৭ রানের ব্যবধানে ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। এরপর থেকে বিভিন্ন মাধ্যমে আলোচনায় উঠে এসেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।

গতকাল শ্রীলংকার বিপক্ষে ওডিআই সিরিজের শেষ ম্যাচে খেলতে নেমে অপরাজিত ১৬৬ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন বিরাট কোহলি। ১১০ বলের বিস্ফোরক সেই ইনিংসে ১৩টি চার এবং ৮টি ছক্কা হাঁকান রান মেশিন। এখন শুভেচ্ছার বন্যা বইয়ে যাচ্ছে কোহলির টাইমলাইন।

আরও পড়ুন -  IPL 2023: IPL থেকে ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার চোটের কারণে, দুঃস্বপ্ন ওডিআই বিশ্বকাপে

এবার তালিকায় যুক্ত হয়েছে ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলির সহধর্মিনীর নাম। শ্রীলংকার বিরুদ্ধে বিরাট কোহলির বিস্ফোরক ইনিংস শেষে শুভেচ্ছা বার্তা জানাতে এমন কয়েকটি বাক্য ব্যবহার করেছেন যা রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
কোহলির উদ্দেশ্যে তিনি লেখেন,”কী একজন মানুষ? কী ইনিংস খেলেছেন।” কোহলির উদ্দেশ্যে অনুস্কার লেখা এই দুটি লাইন রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন -  Eagle Injured: ইলেকট্রিক তারের সংস্পর্শে এসে আহত ঈগল

চলতি বছরের শুরুতে প্রথম তিনটি ওডিআই ম্যাচের মধ্যে দুটি ম্যাচে সেঞ্চুরি করেছেন রান মেশিন বিরাট কোহলি। শেষ ম্যাচে ওয়ানডে ক্রিকেটে ৪৬তম সেঞ্চুরি করেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে তার সেঞ্চুরির সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৭৪-এ।

আরও পড়ুন -  Vijaya Dashami: মাকে বরণ, "আবার এসো মাগো"

উল্লেখ্য, ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করলেও আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে জায়গা পাননি বিরাট কোহলি। ওডিআই সিরিজে জাতীয় দলের রাখা হয়েছে তাকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় স্কোয়াডে সুযোগ পেয়েছেন রান মেশিন।