উঁকি দিচ্ছে ‘আঙুর’, নাইটড্রেসের নীচে, ঘুম কাড়ল পুনম পান্ডে লাখ মানুষের

Published By: Khabar India Online | Published On:

বলিউড অভিনেত্রী পুনম পান্ডে যেন সমার্থক শব্দ বিতর্ক। বরাবরই সংবাদ শিরোনামে থাকেন বলিউডের লাস্যময়ী সুপার হট অভিনেত্রী পুনম পান্ডে।

 নিজের মন্তব্য ও কাজের জন্য তিনি শিরোনামে উঠে আসেন। পুনম পান্ডেকে চেনেন না, এমন মানুষের সংখ্যা আমাদের দেশে হয়তো খুব কম হবে। ২০১১ সালে বিশ্বকাপ ফাইনাল চলাকালীন বিতর্কিত মন্তব্য করে প্রথম ডার্ক লাইমলাইটে এসেছিলেন।

আরও পড়ুন -  Bhojpuri Viral Video: প্রবল বৃষ্টিতে তৃষ্ণা মিটলো নিরহুয়া এবং আম্রপালির, ভিডিওটি একলা দেখবেন

সোশ্যাল মিডিয়াতে প্রায় বোল্ড অবতারে ছবি ও ভিডিও পোস্ট করে চর্চায় থাকেন তিনি। ইন্টারনেট দুনিয়ার পাশাপাশি রিয়েল লাইফেও খোলামেলা এবং ছোটখাটো পোশাক পরে রাস্তায় জনসম্মখে বেরিয়ে পড়েন।

অ্যাডাল্ট তারকা হিসেবেই পরিচিতি পান মডেল অভিনেত্রী। কখনো লাইভে বা কখনো ছবিতে প্রায় নগ্ন হতে দ্বিধাবোধ করেন না। পুনম পান্ডেকে অনেক কটাক্ষের শিকার হতে হলেও, নিজের মতো করে জীবন কাটাতে পছন্দ করেন।

আরও পড়ুন -  এক শিশুর উপর পরে গেলেন আন্টি নাচের মাঝে, চমকে উঠল নেটিজেনরা, ভিডিও দেখে

সম্প্রতি পুনম পান্ডে নিজের সোশ্যাল মিডিয়া সাইটে সাহসী একটি ভিডিও পোস্ট করে চর্চায় রয়েছেন। আসলে রাতে ঘুমানোর আগে ফ্যানদের জন্য একটি লাইভ করেছিলেন পুনম পান্ডে। ভিডিওতে দেখা যাচ্ছে, সাদার উপর নীল ছাপ ছাপ বিছানা।

তার উপর সাদা রাত পোশাকে শুয়ে আছেন বোল্ড পুনম। এক দিকের স্তন ক্যামেরার কাছাকাছি। সাদা টপের নীচে ফুটে উঠছে স্তনবৃন্তের আভাস। বিছানায় কিছু আঙুর রেখে ফ্যানদের বুঝিয়ে দিতে চাইছেন যে কি দেখাতে চাইছেন তিনি। বেশ কিছুক্ষন ফ্যানদের সাথে লাইভ চ্যাটে কথা বলার পর বিদায় নেন তিনি। তবে সেই ভিডিও ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল।

আরও পড়ুন -  Imran Khan: দুই প্রাক্তন স্ত্রী কী বলছেন? ইমরান খান গুলিবিদ্ধ