FIFA Fines Argentina: ফিফার শাস্তির মুখে আর্জেন্টিনা, সম্পত্তি নষ্টের অভিযোগ

Published By: Khabar India Online | Published On:

ফিফার শাস্তির মুখে আর্জেন্টিনা। ফুটবল বিশ্বকাপ জিতলেও। শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে লিওনেল মেসিদের উপর। আচরণগত গুরুতর অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ফিফা।

বিশ্বকাপ জয়ের পর উৎসব করতে গিয়ে মেসিরা স্টেডিয়ামের সম্পত্তি নষ্ট করেছেন বলেও অভিযোগ উঠেছে। অভিযোগ প্রমাণিত হলে বড় শাস্তির মুখোমুখি হতে পারে।

আরও পড়ুন -  Women Trafficking: রিকশাচালক থেকে ডান্স ক্লাব, পরে নারী পাচার

আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের বিরুদ্ধেও অশালীন আচরণের অভিযোগ উঠেছে। বিশ্বকাপের সেরা গোলরক্ষক হওয়ার কারণে সোনার গ্লাভস জেতার পরে সেটি নিয়ে অশালীন ভঙ্গি করেন তিনি। সেই আচরণ নিয়ে ফিফার কাছে অভিযোগ জমা পড়েছে।

আরও পড়ুন -  King Charles: রাজা চার্লস এর মাথায় রাজমুকুট, সিংহাসনে বসলেন

ফুটবলার এবং ফুটবল দলই নয়, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের বিরুদ্ধেও তদন্তে নেমেছে ফিফা। মিডিয়া রুলস ও মার্কেটিংয়ের নিয়ম-নীতিও ভঙ্গ করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। তদন্তের কোনও সময়সীমা নির্দিষ্ট করে দেয়নি ফিফা।

 বিশ্বকাপে খেলা আরও তিনটি দেশ মেক্সিকোকেও জরিমানা করেছে ফিফা। পোল্যান্ড ও সৌদি আরবের বিরুদ্ধে খেলা চলাকালীন বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিলেন মেক্সিকোর সমর্থকরা।

আরও পড়ুন -  Messi: স্ত্রীর মার্কেটে গুলি, মেসিকে হত্যার হুমকি

সে দেশের ফুটবল ফেডারেশনকে ১ লাখ ৭৮৪০ ডলার জরিমানা করা হয়েছে। সার্বিয়াকেও জরিমানা করা হয়েছে। চিলিকে নিয়ে অশালীন মন্তব্য করায় জরিমানা করা হয়েছে ইকুয়েডরকে।

ছবিঃ সংগৃহীত