Rhema Ashok: তামিল টিভি অভিনেত্রী রেমা অশোক, মোহময়ী ট্রাডিশনাল সাজে, সুন্দর ছবি দেখুন

Published By: Khabar India Online | Published On:

তামিল টেলিভিশন জগৎ’এর অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রিমা অশোক। ইন্ডাস্ট্রির অন্যতম সুন্দরী প্রথম সারির অভিনেত্রী। তিনি নাচের সূত্র ধরেই বিনোদন জগতে পা রেখেছেন।

অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছেন টেলিভিশনের পর্দাতে। তামিল ধারাবাহিক ‘কালাথু ভেদু’ দিয়েই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন। এরপরে আরো একাধিক হিট তামিল ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে রিমাকে। সবকটিতেই অভিনয় করেছেন মুখ্য ভূমিকাতে।

আরও পড়ুন -  Actress Deepika: অভিনেত্রী দীপিকা ইসলাম ধর্ম গ্রহণ করলেন

সম্প্রতি তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির একটি তারকা খচিত অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল রিমা অশোককে। একেবারে ট্রাডিশনাল সাজে দেখা মিলেছিল। এই অনুষ্ঠানে ঘি রঙের একটি ডিজাইনার লেহেঙ্গায় দেখা মিলেছিল অভিনেত্রীর। পাশাপাশি নিয়েছিলেন হালকা সবুজ রঙের ওড়নাও। গর্জিয়াস পোশাকে ভারী, মূল্যবান ও মানানসই অলংকারও পরেছিলেন।

আরও পড়ুন -  Rooqma Ray: কবে বিয়ের পিঁড়িতে বসছেন রুকমা ? অফস্ক্রিনে

 নিয়েছিলেন গ্লসি মেকাপও। ঠোঁটে বজায় রেখেছিলেন মিষ্টি মনকাড়া হাসি। অনুষ্ঠানে সকলের মাঝে থেকেও নজর কেড়েছিলেন এই টেলিভিশন অভিনেত্রী। সম্প্রতি সেই লুক ভাইরাল হতেই চর্চার আলোয় এলেন।

নাচ ও অভিনয় রিমা অশোকের কাছে বেঁচে থাকার রসদ। একথা তার অনুরাগীদের কাছে নেহাতই অজানা নয়।

আরও পড়ুন -  Gold Price Today: গয়নার দাম কেমন? কলকাতার বাজারে আজকে

প্রায়ই একাধিক ছবি ও রিল ভিডিও শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ার পাতায়, যা নেটজনতার একাংশের মাঝে ও তার ভক্তদের মধ্যে ভাইরাল হয় মুহূর্তে। অভিনেত্রী অংশ নিয়ে থাকেন একাধিক ফটোশুটেও, তার ঝলক তার সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই মিলবে।