TV Serial Actress: এই সুন্দরীরা, টিভি সিরিয়ালের পাশাপাশি, সাহসী হয়ে উঠেছেন ওয়েব সিরিজে, সামনে এসেছে এমন ছবি

Published By: Khabar India Online | Published On:

তারকাদের বিভিন্ন ফ্যাশন সেন্স বা তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন না জানা কথা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে থাকে।

নেটিজেনদের নজর এড়ায় না তারকাদের কোনো কথাই। এখন অনেক টিভি অভিনেত্রী ইন্টারনেট দুনিয়াতে চর্চায় থাকেন। এই প্রতিবেদনে কিছু টিভি অভিনেত্রীর কথা আপনাদের জানাবো যারা টিভি সিরিয়ালে সংস্কৃতিবান হলেও ওয়েব সিরিজে বোল্ড সিনে কাজ করে সকলকে অবাক করেছেন।

আরও পড়ুন -  Durga Pujo: শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রথমেই আসে ত্রিধা চৌধুরীর নাম। তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন ‘দেহ্যেলিজ’ টিভি সিরিয়াল এর মাধ্যমে। এই সিরিয়ালে অভিনেত্রী সংস্কৃতিমনা এক চরিত্রে অভিনয় করেছিলেন। এই সিরিয়াল থেকে অনেকটাই জনপ্রিয়তা পেয়েছিলেন। তারপর এই অভিনেত্রী আশ্রম ওয়েব সিরিজে অভিনয় করেন। এতে ববি দেওলের সাথে একাধিক বোল্ড সিনে অভিনয় করেন। তাঁর ফিগারের প্রেমে পড়ে গেছে জনসাধারণ।

আরও পড়ুন -  আসতে চলেছে নতুন ১০০০ টাকা? RBI কী ঘোষণা করলো

তারপর এই তালিকায় আসেন সুরভী জ্যোতি। তিনি ‘কবুল হ্যায়’ টিভি সিরিয়ালে কাজ করতেন। হটস্টারের ওয়েব সিরিজ ‘তানহাইয়ান’-এ ‘কুবুল হ্যায়’ অভিনেত্রী সুরভী জ্যোতি তার সহ-অভিনেতা বরুন সোবতির সাথে ঘনিষ্ঠ ছিলেন। এই ঘনিষ্ঠ দৃশ্য ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

এবার এই তালিকার অন্যতম অভিনেত্রী হলেন নিয়া শর্মা, যিনি ‘এক হাজারোঁ মে মেরি বহনা হ্যায়’ সিরিয়ালে ছোট বোন ‘মানভি’র ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনি বাস্তব জীবনে খুব সাহসী। তার ওয়েব সিরিজেও তার সাহসিকতা দেখা যায়। বিক্রম ভাটের শো ‘টুইস্টেড’-এ একটি মেয়েকে চুমুও খেয়েছিলেন এই অভিনেত্রী।  এই তালিকায় রয়েছেন শামা সিকান্দার এবং সাহাজিদা প্রমুখরা।

আরও পড়ুন -  নিখিল জৈন, জীবনসাথী দেখতে শুরু করছেন, ত্রিধা চৌধুরি কে সোশ্যাল মিডিয়াতে ফলো করছেন !