Sonia Gandhi: সোনিয়া গান্ধী, ফের হাসপাতালে ভর্তি

Published By: Khabar India Online | Published On:

অসুস্থ সোনিয়া গান্ধী আবার। কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে আজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনিয়ার মেয়ে তথা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী তাকে হাসপাতালে নিয়ে গেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শ্বাসযন্ত্রের সংক্রমণ নিয়ে কিছু শারীরিক জটিলতায় ভুগছেন সোনিয়া। আগে গতবছর তিনমাসে দুইবার কোভিড আক্রান্ত হয়েছিলেন।

আরও পড়ুন -  Thailand: ভর্তি ২ লাখ মানুষ হাসপাতালে থাইল্যান্ডে, তীব্র বায়ুদূষণ

বিগত বছরগুলোতে তার স্বাস্থ্য ভেঙে পড়েছে। চিকিৎসা করাতে একাধিকবার বিদেশেও গিয়েছেন।

কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া টুইট করে লেখেন, শ্রীমতি সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি হয়েছেন জেনে দুঃখিত। আমি তার দ্রুত আরোগ্য কামনা করছি।

উল্লেখ্য, উত্তরপ্রদেশে ভারত জোড়ো যাত্রায় রাহুলের পাশে থাকার কথা ছিল প্রিয়াঙ্কার। কিন্তু মায়ের অসুস্থতার কারণে তাকে দিল্লি যেতে হয়েছে।

আরও পড়ুন -  ভুয়ো রেজিস্ট্রি করে জায়গা দখল, প্রতিবাদ করায় এক যুবককে বেধড়ক মারধর

১৯৯৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত একটানা কংগ্রেসের সভাপতি ছিলেন সোনিয়া গান্ধী। তারপর কংগ্রেসের শীর্ষপদে বসেছিলেন ছেলে রাহুল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির দায় নিয়ে কংগ্রেসের দায়িত্ব ছেড়েছিলেন তিনি।

 অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে কংগ্রেসের দায়িত্ব সামলেছেন সোনিয়া। দীর্ঘদিন ধরে ঝুলে থাকার পর অবশেষে গতবছরের অক্টোবরে সভাপতি নির্বাচন হয়। তিনি কংগ্রেস সভাপতি পদ থেকে অব্যাহতি নেন। তবে সোনিয়া এখনও ইউপিএ চেয়ারপার্সন পদে বহাল রয়েছেন।

আরও পড়ুন -  সৌজন্যের অনন্য নজির, প্রধানমন্ত্রী মোদিকে আম পাঠালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় !

গত ৯ ডিসেম্বরে রাহুল ও প্রিয়াঙ্কার সঙ্গে নিজের ৭৬ তম জন্মদিন পালন করেছিলেন সোনিয়া।

ফাইল ছবি