VIRAL: এক খুদে, ‘কামার তেরি লেফ্ট-রাইট’ গানে নেচে ফাটালেন, ভিডিও দেখুন

Published By: Khabar India Online | Published On:

সোশ্যাল মিডিয়ার পাতায় কম-বেশি একাধিক হরিয়ানভি গান ও নাচের ভিডিও ভাইরাল হয়ে থাকে।

এই মুহূর্তে জনপ্রিয় হরিয়ানভি গায়ক অজয় হুডার একটি গানের ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। টুইটারের একটি পেজের মাধ্যমেই ভাইরাল হয়েছে ভিডিওটি। শুধুমাত্র গানের জন্য নয়, এক খুদের সূত্র ধরেই ভাইরাল হয়েছে অজয় হুডার এই গানের ভিডিওটি।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি সবিতা চন্দ নামের এক মহিলার অফিসিয়াল টুইটার পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। ভাইরাল হওয়া ভিডিওতে দিনের আলোয় জনপ্রিয় হরিয়ানভি গান ‘কামার তেরি লেফ্ট-রাইট’ গেয়েই মাতাতে দেখা গিয়েছে অজয় হুডাকে।

আরও পড়ুন -  ভোজপুরি অভিনেত্রী মোনালিসা, কমলা শাড়িতে নাচলেন ‘শো মি দ্যা ঠুমকা’, নেট দর্শকরা মুগ্ধ হটনেস দেখে, VIDEO

 ভিডিওতে তার থেকেও বেশি নজর কেড়েছে এক খুদে।

অজয় হুডার গানের তালে মন মাতানো নজরকাড়া মিষ্টি নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে একরত্তিকে। একটি হলুদ রঙের জামা পরেই সকলের মন কেড়েছে। পরেছিল একটি জিন্সের জ্যাকেটও।

আরও পড়ুন -  মাঠে নামছে তিন প্রধান

এই জনপ্রিয় হরিয়ানভি গানের সাথে সাথেই তাল‌‌ মিলিয়ে অজয় হুডার পাশাপাশি এই মুহূর্তে নেটনাগরিকদের চর্চার আলোয় এই একরত্তি। কোমর নাচিয়ে নাচিয়েই সকলের মন কেড়েছে। সম্প্রতি এই বাচ্চাটির জন্যই সাম্প্রতিক এই ভিডিওটি তুমুল ভাইরাল হয়েছে নেটজনতার একাংশের মাঝে। এটি দেখে মজাও পেয়েছেন নেটিজেনরা।

আরও পড়ুন -  Qatar World Cup: দ্রুতগামী বল দিয়ে কাতার বিশ্বকাপ হবে, ইতিহাসে প্রথম