Bank Holiday List: ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৪ দিন, নতুন বছরের প্রথম মাসেই, তালিকা রইলো ছুটির দিনের

Published By: Khabar India Online | Published On:

ব্যাঙ্ক পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অস্বীকার করা যায় না বর্তমানের যুগে। বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করতে মানুষ ব্যাঙ্কে যায়।

হঠাৎ করে যদি ব্যাঙ্ক বন্ধ হয় তাহলে খুব সমস্যায় পরতে হয় সাধারণ মানুষকে। টাকার জোগাড় না হলে বড়ই অসহায় হয়ে পড়ে মানুষ।

সকলকে আগে থাকতে জেনে রাখা উচিত তার শহরে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে। জানা থাকলে মানুষ আগে থাকতেই ব্যাংকে গিয়ে টাকার ব্যবস্থা করে রাখতে পারে। যাতে মানুষকে সমস্যা না পড়তে হয়, সেই কথা বিচার করে আজকের এই প্রতিবেদন।

আরও পড়ুন -  Holiday: টানা বন্ধ থাকছে স্কুল-কলেজ, অফিস-কাছারি, তালিকা দেখুন

নতুন বছরে জানুয়ারি মাসে অন্যান্য মাসের মতোই একাধিক ব্যাংকের ছুটি থাকতে চলেছে। জানুয়ারিতেই ছুটির জন্য রয়েছে লম্বা তালিকা। তালিকা অনুযায়ী ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানুয়ারি মাসের জন্য জানুয়ারিতে ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে ৫টি রবিবার ও ২ দিন শনিবার ছুটির দিন রয়েছে। সব রাজ্যেই যে ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, এমনটা কিন্তু নয়। প্রত্যেক রাজ্যের স্থানীয় উৎসবগুলির সঙ্গে মিলিয়ে ব্যাঙ্কে ছুটি দেওয়া হয়।

আরও পড়ুন -  Priyanka Chopra’s Bold Photoshoot: বোল্ড ফটোশুটেই উষ্ণতা ছড়ালেন নেটমাধ্যমে, ভক্তদের চোখের পাতা পড়ছে না

জানুয়ারি মাসের ছুটির তালিকা

রবিবার, 1 January 2023- দেশের সমস্ত ব্যাঙ্ক এমনিতে রবিবার, সেই সঙ্গে নিউ ইয়ার উপলক্ষে বন্ধ থাকবে।

সোমবার, 2 January 2023
আইজল – নিউ ইয়ার উদযাপনের জন্য এই দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

মঙ্গলবার, 3 January 2023
ইম্ফল–Imoinu Iratpa-র কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

বুধবার, 4 January 2023
ইম্ফল– Gaan-Ngai উদযাপনের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

রবিবার, 8 January, 2023
রবিবারের কারণে দেশের সমস্ত ব্যাঙ্ক সেদিন বন্ধ।

শনিবার, 14 January 2023
মাসের দ্বিতীয় শনিবার বলে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

রবিবার, 15 January 2023
রবিবার দেশের সব ব্যাঙ্ক বন্ধ।

আরও পড়ুন -  সপ্তাহে ব্যাঙ্ক খুলবে ৫ দিন, ব্যাঙ্ক খোলা বন্ধের সময় বদলে যাবে, বিস্তারিত জানুন

সোমবার, 16 January 2023
চেন্নাই–Thiruvalluvar Day উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ।

মঙ্গলবার, 17 January 2023
চেন্নাই–Uzhavar Thirunal জন্য ব্যাঙ্ক বন্ধ।

রবিবার, 22 January 2023
রবিবার হিসেবে বন্ধ।

সোমবার, 23 January 2023
ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ– নেতাজি জয়ন্তী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।

বৃহস্পতিবার, 26 January 2023
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।

শনিবার, 28 January 2023
মাসের চতুর্থ শনিবার হিসেবে সমস্ত ব্যাঙ্ক বন্ধ।

রবিবার, 29 January 2023
রবিবারের কারণে ব্যাঙ্ক বন্ধ।

প্রতীকী ছবি।