Katrina-Vicky’s Babymoon: ক্যাটরিনা ও ভিকি বেবিমুনে রওনা দিয়েছেন, অভিনেত্রীর পাপারাজিৎদের নজর এড়ানোর চেষ্টা

Published By: Khabar India Online | Published On:

সম্প্রতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিবাহিত জীবন একবছর পার করলো। তারকাদের পাশাপাশি সাধারণদের কাছ থেকেও অসংখ্য শুভেচ্ছাবার্তা পেয়েছিলেন।

এবার নিজেদের বিবাহবার্ষিকীর পাশাপাশি নতুন বছর আসার আনন্দ একসাথে উদযাপন করতে বেবিমুনে পাড়ি দিলেন তারকা জুটি। মুম্বাই এয়ারপোর্টে দেখা মিলেছে তাদের। সেই ঝলক এই মুহূর্তে ভাইরাল পাপারাজিৎদের সূত্রে।

আরও পড়ুন -  Nysa Devgan: এত সুন্দর দেখাচ্ছে এই স্টাইলে ছোট পোশাকে, মাত্র ১৯ বছর বয়স, অজয় দেবগনের মেয়ে

মিডিয়াতে অভিনেত্রীর মা হওয়া নিয়ে কম গুজব নেই। তিনি এখন মা হচ্ছেন না, সেকথা বারবার প্রমাণ করে দিয়েছেন নিজের হাবেভাবেই। মিডিয়ার পাশাপাশি নেটজনতার একাংশ তার মা হওয়ার গুজব মিথ্যা, একথা মানতে নারাজ। সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি দেখে তাদের মত খুব শীঘ্রই সুখবর দিতে চলেছেন। তাদের মতে নতুন বছরের আগেই বেবিমুনে রওনা দিয়েছেন তারা।

আরও পড়ুন -  Viral: বেলি ড্যান্স প্রকাশ্য মঞ্চে এক খুদে কন্যার, ভিডিও ভাইরাল

 ‘ভাইরাল ভয়ানী’র ইনস্টাগ্রামের অফিসিয়াল পেজ থেকে একটি ভিডিও শেয়ার করে নেওয়া হয়েছে, যেখানে ব্লু ডেনিম ও সাদা শার্টে দেখা গিয়েছে ভিকি কৌশলকে। অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে দেখা গিয়েছে লাল রঙের একটি নাইট ড্রেসে। দুজনের পায়েই ছিল স্নিকার্স। গাড়ি থেকে নেমে এয়ারপোর্টে ঢোকার সময় পাপারাজিৎদের নজর রীতিমতো এড়িয়ে অভিনেতার আগেই বিমানবন্দরের ভিতর ঢুকে গিয়েছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

অভিনেত্রীর এই আচরণেই অনেকের মনে হয়েছে তিনি নিজের নাইট ড্রেসের সাহায্যে নিজের বেবিবাম্প লোকাচ্ছিলেন। এই প্রসঙ্গে এখনই মিডিয়ার সামনে মুখ খুলতে নারাজ এই তারকা জুটি।

আরও পড়ুন -  সময়সীমা বাড়লো, আধার কার্ড ও ভোটার কার্ড লিঙ্ক, বড়ো স্বস্তি সাধারণ মানুষের