Samantha Ruth Prabhu: সামান্থা সিনেমা ছেড়ে, বিদেশে পাড়ি দিচ্ছেন?

Published By: Khabar India Online | Published On:

 মায়োসাইটিসে ভুগছেন দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অসুস্থতার কারণেই নাকি ফেরাচ্ছেন একের পর এক হিন্দি ছবি। কয়েক মাস ধরেই পেশির প্রদাহে ভুগছেন। অসহ্য যন্ত্রণা শরীরে, চিকিৎসার জন্য ইতিমধ্যেই আমেরিকা ঘুরে এসেছেন অভিনেত্রী।

 ‘ফ্যামিলি ম্যান ২’ এর সাফল্যের পর থেকেই বলিউড থেকে কাজের প্রস্তাব পেয়েছেন সামান্থা। বলিউডের ফিসফিসানি, আয়ুষ্মান খুরানার বিপরীতেই নাকি বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন সামান্থা। আয়ুষ্মান নয়, বরং বরুণ ধওয়ানের সঙ্গে ‘সিটাডেল’ ওয়েব সিরিজের ভারতীয় সংস্করণে দেখা যাবে সামান্থাকে। সেই মতো প্রস্তুতিও শুরু করে দেন অভিনেত্রী। হঠাৎ অসুস্থতার কারণে বলিউডে একের পর এক কাজ ছাড়তে চলেছেন বলেই খবর রটেছে। নীরবতা ভাঙলেন অভিনেত্রী।

আরও পড়ুন -  Actress Mahiya Mahi: মাহিয়া মাহি ব্যবসা শুরু করছেন, কি ব্যবসা?

সামান্থার মুখপাত্র বলেছেন, ‘‘এটা ঠিক যে এখন কদিন কাজ থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী।’’ তবে তারই পাশাপাশি তিনি জানান, ‘সিটাডেল’ সিরিজ়ের কাজ যথা সময়ে শেষ করবেন সামান্থা। কিছু কারণবশত এই প্রজেক্টের কাজ ছ’মাস পিছিয়ে গিয়েছে। মাঝে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে একটি তেলুগু ছবির করার কথা ছিল ‘ও ওয়ান্টাওয়া’ গার্লের। শুটিংও খুব তাড়াতাড়ি শেষ করবেন অভিনেত্রী।

আরও পড়ুন -  Yuvaan: নতুন বান্ধবীর ঠোঁটে চুমু দিলেন ইউভান! মিষ্টি ভিডিও দেখুন

বলিউডের যে সব পরিচালকের ছবি করার কথা এগিয়েছে তাদেরকে আগামী বছর জানুয়ারি মাসেই ডেট দেওয়া শুরু করবেন এই দক্ষিণী তারকা।

 শরীর একেবারেই সঙ্গ দিচ্ছে না সামান্থার। আমেরিকা থেকে ফিরে সম্প্রতি বেঙ্গালুরুতে ফের হাসপাতালে ভর্তি হতে হয় তাকে।

আরও পড়ুন -  বিদেশ থেকে চিকিৎসার জিনিস আনার ব্যবস্থা করলেন বলিউড শাহেনশা, অক্সিজেন কনসেনট্রেটর ও ভেন্টিলেটর