মেসির হাতে বিশ্বকাপ

Published By: Khabar India Online | Published On:

শিখা দেবঃ   মেসির হাতে বিশ্বকাপ।

সেলাম লিওনেল মেসি । তোমাকে কুর্নিশ। তুমি পারো বিশ্ব জয়ের সারথী হয়ে স্বপ্ন দেখাতে। কাতারের আকাশে বিজয় কেতন উড়িয়ে দিয়ে বলতে পারো ইচ্ছা শক্তির অপর নাম মেসি। অসাধারণ একটা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল সারাবিশ্ব দুচোখ ভরে উপভোগ করলো।

আরও পড়ুন -  Dani Alevz: মেসির সঙ্গে খেলতে চান আলভেস, বার্সার জার্সিতেই
মেসির হাতে বিশ্বকাপ

একটা রুদ্ধশ্বাস ম্যাচ বলে গেলো ফুটবল খেলাটা আলোড়নের লড়াই। টানটান উত্তেজনায় ফাইনাল খেলার ভাগ্য নির্ধারণ হল টাই ব্রেকারে। নির্দিষ্ট সময়ে আর্জেন্টিনা ও ফ্রান্স ২-২ গোল করে। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও দুই দল ১টা করে গোল করে। খেলার ফলাফল দাঁড়ায় ৩-৩ গোল। ফ্রান্সের এমবাপের তিনটি গোল।  অবিশ্বাস্য ফুটবল উপহার দিলেন এমবাপে। মেসির পায়ের যাদু কথা বলে গেলো। টাই ব্রেকারে ফ্রান্স দুটি গোল করতে ব্যর্থ হয়। আর আর্জেন্টিনা চারটি গোল দিয়ে বাজিমাত করে বিশ্বকাপ জিতে নেয়। তবে সারাবিশ্ব মরু শহরে এক বিস্ময় ফুটবলারকে দেখতে পেলো। তার নাম এমবাপে। মেসির উজ্জ্বল জয়ের হাসিতে বিশ্বকাপ আরও উজ্জ্বল হয়ে উঠল। হয়তো মেসি মনে মনে বলেছেন,দেশবাসীর ইচ্ছাকে রূপায়িত করতে পেরেছি। তাই সোনালি অক্ষরে নাম লিখিয়ে ফেললেন লিওনেল মেসি।

আরও পড়ুন -  পুলিশের অনুমতি বিনা সমাবেশ, গ্রেপ্তার শুভেন্দু ও দিলীপসহ প্রথম সারির বিজেপি নেতারা

সৌজন্যে।