Monalisha: স্টেজ পারফর্ম্যান্স মোনালিসার, ভোজপুরি গানের সাথে, ভাইরাল ভিডিও

Published By: Khabar India Online | Published On:

 পরিচিত নাম মোনালিসা। ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম।

বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন অভিনেত্রী। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী।

 অভিনয়ের পাশাপাশি ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসার করছেন তিনি। তার ঝলকও মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়।

আরও পড়ুন -  VIDEO: নীরাহুয়া ফুলশয্যার মজা নিলেন দুই নায়িকার সাথে, চোখ কপালে দর্শকদের ভিডিও দেখে

অভিনেত্রী হিসেবে নেটমাধ্যমে তার আনাগোনা নেহাতই কম নয়। নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর এক ঝলক পাওয়ার জন্য।

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa)

সম্প্রতি পাটনার এক বড় ইভেন্টে উপস্থিত ছিলেন মোনালিসা। সেখানে দর্শকদের সামনে জনপ্রিয় হিট ভোজপুরি গানের সাথেই রীতিমতো ধামাকেদার নৃত্য পরিবেশন করেছিলেন। জমকালো আলোয় ঝকমকে ঘাঘড়া-চোলিতে এদিন স্টেজে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। খোলা চুলে, মানানসই মেকাপে সকল দর্শকদের মন মাতিয়ে ছিলেন মোনালিসা। সম্প্রতি অভিনেত্রী নিজের এই শেয়ার করে নেওয়া ভিডিওর সূত্র ধরেই চর্চিত ও প্রশংসিত।

আরও পড়ুন -  Bhojpuri Video: সাহসী দৃশ্য-এ ধরা দিলেন পুনম দুবে এবং যশ কুমার, মেটালেন দর্শকদের সব রকম দাবী