BTS Star: বিটিএস তারকা, আর্মিতে যোগ দিলেন

Published By: Khabar India Online | Published On:

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড দল বিটিএসের জ্যেষ্ঠ সদস্য জিন, মিলিটারি সার্ভিস আর্মিতে যোগ দিয়েছেন।    তিনি বিটিএসের প্রথম সদস্য হিসেবে মিলিটারি সার্ভিসে যোগ দিয়েছেন।

মিলিটারি সার্ভিসে যোগ দেওয়ার আগে লম্বা চুলগুলো ছেঁটে ফেলেছেন জিন। মঙ্গলবার নতুন হেয়ারকাটের ছবি আপলোড করে জিন বলেছেন, ‘আমি যেমনটা ভেবেছি তার চেয়েও বেশি কিউট লাগছে।’

আরও পড়ুন -  Ambani Son’s Marriage: রোকা সারলেন আম্বানি পুত্র শ্রীনাথজির মন্দিরেই, সেই ছবি সামনে এল

দক্ষিণ কোরিয়ার সামরিকভাবে সক্ষম সবাইকেই সামরিক প্রশিক্ষণ নিতে হয়। জিনের ক্ষেত্রেও তাই ঘটেছে। ভক্তরা চেয়েছেন, তাদের যেন অব্যাহতি দেওয়া হয়। বিটিএসকে অব্যাহতি দেয়নি কর্তৃপক্ষ।

সরকারি নিয়ম মেনে উত্তর কোরিয়ার সীমান্তে বুটক্যাম্পে ৫ সপ্তাহের প্রশিক্ষণ নেওয়া শুরু করেছেন জিন। প্রশিক্ষণ শেষে তাকে ফ্রন্টলাইন ইউনিটে যুক্ত করা হতে পারে।

আরও পড়ুন -  Titanic: ‘টাইটানিক’র নায়িকা, শুটিংয়ে আহত হয়ে হাসপাতালে

সূত্রঃ বিবিসি