India-Bangladesh: ভারত বড় রান সংগ্রহের পথে, বাংলাদেশের বিপক্ষে

Published By: Khabar India Online | Published On:

ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে টাইগাররা। চট্টগ্রামের জহুল আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের পাঠিয়েছে, বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। ব্যাট করতে নেমে দুর্দান্ত করছে টিম ইন্ডিয়া।
ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক তুলে নিয়েছেন ওপেনার ইশান কিশান।

আরও পড়ুন -  Women's T20 World Cup: ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে, আজ

 লেখার সময় ভারতের স্কোর ৩২ ওভারে ১ উইকেটে ১৮৫ রান। কিশান ১১৮ বলে ১৮৬ ও বিরাট কোহলি ৭৪ বলে ৭০ রানে ব্যাট করছেন। দলীয় ১৫ রানে সাজঘরে ফিরেছেন শিখর ধাওয়ান। ৮ বলে ৩ রান করে মেহেদী হাসান মিরাজের শিকার হয়েছেন।

আরও পড়ুন -  ঘূর্ণিঝড় 'বিপর্যয়' আঘাত হানবে সন্ধ্যায়

বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন। ইনজুরির কারণে প্রথম দুই ম্যাচে খেলতে না পারা পেসার তাসকিন আহমেদ আছেন আজকের একাদশে। নাজমুল হোসেন শান্তর জায়গায় দলে ঢুকেছেন ইয়াসির আলী রাব্বি।

আরও পড়ুন -  মোদি যুক্তরাষ্ট্রের পথে, আলোচনায় থাকবে বেশ কিছু ইস্যু

ছবিঃ ইন্টারনেট।