Messi: আর্জেন্টিনার প্রেসিডেন্ট মেসি, বিশ্বকাপ জিতলেই!

Published By: Khabar India Online | Published On:

বিশ্বজয়ের স্বাদ পেয়েছিল আর্জেন্টিনা ১৯৮৬ সালে শেষবার মারাদোনার হাত ধরে। এরপর ৩৬ বছরের অপেক্ষা। ২০১৪ সালে ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছতে পারেনি। এবারের দলকে নিয়ে আশাবাদী অনেকেই। ২৮ বছরের খরা কাটিয়ে ২০২১ সালে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা।

১৯৮৬ সালের পর আবারও মেসির হাতে বিশ্বকাপ দেখতে চায় আর্জেন্টিনার সমর্থকরা। আরও একটা বড় কথা বলেছেন দেশের প্রাক্তন প্রেসিডেন্ট মরিসিও ম্যাকরি। তিনি বলেছেন, বিশ্বকাপ জিতলেই মেসি হবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট।

আরও পড়ুন -  Australia-Tunisia: শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখলো অস্ট্রেলিয়া, তিউনিসিয়াকে হারিয়ে

স্প্যানিশ পত্রিকা মার্কায় সাক্ষাৎকার দিতে গিয়ে মরিসিও বলেন, আমরা সবাই ওকে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করব। গুরুত্বপূর্ণ ব্যাপার হল দলটা ভীষণ উপভোগ করছে এই বিশ্বকাপ। টিমের পরিবেশ ভালো। কৃতিত্ব স্কালোনির প্রাপ্য। দলের কোচিং স্টাফরা দারুণ। মেসি তো আছেই, শুধুই বিশ্বের সেরা ফুটবলার নয়, দোহার ৮০ শতাংশ মানুষ চায় মেসিই হোক বিশ্বচ্যাম্পিয়ন।

আরও পড়ুন -  টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর বড় ঘোষণা, বলিউড অভিনেত্রীকে বিয়ে করছেন কুলদীপ যাদব?

দলের প্রশংসা করে তিনি বলেছেন, আমি সবসময় বলেছি, পাঁচ-ছয়টি দল সেরা। বাকিরাও সলিড। যে কোনও কিছু ঘটতে পারে। ফ্রান্স ও ব্রাজিল এগিয়ে থাকলেও, আমি বলব ওঠা-পড়া কিন্তু থাকবেই। যেই জিতবে ভাগ্য কিছুটা হলেও তার সহায় হবে। কাতারের মানুষও যে মেসির হাতেই কাপ দেখতে চান সেই কথাও জানিয়েছেন আর্জেন্টিনার প্রাক্তন প্রেসিডেন্ট।

আরও পড়ুন -  Ronaldo: বিশ্বকাপ অধ্যায় শেষ, অশ্রুসিক্ত নয়নে রোনালদো মাঠ ছাড়েন

প্রসঙ্গত, মেসি বিশ্বকাপে নামার আগেই বলেছিলেন, কাতার বিশ্বকাপই আমার শেষ, নিশ্চিত ভাবে এটা বলতে পারি। এই সিদ্ধান্ত আমি আগেই নিয়ে ফেলেছিলাম। চলতি বিশ্বকাপে মেসি আছেন আগুনে ফর্মে। চার ম্যাচে তিন গোল করেছেন ও করিয়েছেন এক গোল।

ফাইল ছবি।