Zelensky: ‘পার্সন অব দ্য ইয়ার’ নির্বাচিত হলেন জেলেনস্কি, টাইম ম্যাগাজিনে

Published By: Khabar India Online | Published On:

বছরের সেরা ব্যক্তি হিসাবে মনোনীত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্টে-ভিত্তিক জনপ্রিয় টাইম ম্যগাজিন। ম্যাগাজিনটি বুধবার টুইটার পোস্টের মাধ্যমে এই ঘোষণা করেন।

টাইম ম্যাগাজিন জেলনস্কির ওপর দীর্ঘ একটি নিবন্ধ প্রকাশ করেছে, তাকে ‘ইউক্রেনের আত্মা’ হিসেবে অবিহিত করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, যুদ্ধকালীন নেতা হিসাবে জেলেনস্কির সাফল্য প্রমাণ করে, সাহস সংক্রামকতার প্রতীক। আক্রমণের প্রথম দিনগুলো থেকেই তিনি ইউক্রেনের জনগণ ও সামরিক বাহিনীর সাহস যুগিয়েছেন।

আরও পড়ুন -  Ukrainian City: ধ্বংস করল রুশ বাহিনী, একটি ইউক্রেনীয় শহরঃ ভলোদিমির জেলেনস্কি

টাইমের নিবন্ধে বলা হয়েছে, একমাত্র সাহসের কারনেই দেশটি প্রায় নয় মাস ধরে তার বৃহত্তর প্রতিবেশীকে প্রতিরোধ করছে। রাশিয়ার আগ্রাসন ইউক্রেনীয়দের জন্য মৃত্যু, ধ্বংস ও কষ্ট নিয়ে এসেছে।

আরও পড়ুন -  Ukraine: 'শেষ পর্যন্ত' লড়বে ইউক্রেন, স্বাধীনতা দিবসে জেলেনস্কি

তারা প্রতিরোধ অব্যাহত রেখেছে। এমনকি রাশিয়ার দখল করা অঞ্চল ফিরিয়ে নিয়েছে।

৪৪ বছর বয়সী জেলেনস্কি। ২০১৯ সাল থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট রয়েছেন। বর্তমানে তিনি হয়ে উঠেছেন একজন অসম্ভাব্য যুদ্ধকালীন নেতা। রাজনীতিতে আসার আগে তিনি একজন কৌতুক অভিনেতা, লেখক এবং প্রযোজক ছিলেন।

আরও পড়ুন -  Zelensky - Putin: সময় এসেছে একটি অর্থপূর্ণ বৈঠকেরঃ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

সূত্রঃ আল জাজিরা। ফাইল ছবি।