Aam Aadmi Party: কেজরিওয়ালের দল স্থানীয় নির্বাচনে জয় পেল, দিল্লি

Published By: Khabar India Online | Published On:

রাজধানী দিল্লির মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের (এমসিডি) নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। ১৫ বছরের বিজেপি-শাসনের অবসান ঘটিয়ে দিল্লি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনেরের ক্ষমতা দখল করে ফেলল।

গতকাল মঙ্গলবার ২৫০ আসনের দিল্লি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, সংখ্যাগরিষ্ঠতার পেতে একটি দলের প্রয়োজন ১২৬টি।

আরও পড়ুন -  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির পথে, কোন মাস্টারস্ট্রোক দেবেন ?

বুধবার ভোটগননা শেষে ফলাফলে দেখা যায় ২৫০ আসনের দিল্লি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনেরে ১৩৪টি আসন জিতেছে আপ। অপরদিকে, বিজেপি জিতেছে ১০৪টি আসন। কংগ্রেসের জিতেছে মাত্র ৯টি আসন।

দিল্লির প্রায় ৯৪ শতাংশ এলাকা মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনেরের অধীনে পড়ে। স্বাভাবিকভাবেই দিল্লির শাসনব্যবস্থা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিধানসভার মতো মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনেরের নির্বাচনও ভীষণ গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন -  অভিষেক বচ্চন বিয়ের প্রথম রাতেই, এই কাজ করেছিলেন ঐশ্বর্যর সাথে, তথ্য ফাঁস

দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি সেই ২০১৫ সালে ক্ষমতায় এলেও দিল্লি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের তারা এর আগে দখল করতে পারেনি। ২০০৫ সাল থেকে দিল্লি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনেরের রাশ ছিল বিজেপির হাতে।

 মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের হাতছাড়া হওয়ার অর্থ, রাজধানীর শাসনব্যবস্থার আর কোনও স্তরেই বিজেপির অস্তিত্ব রইল না।

আরও পড়ুন -  হল্যান্ড প্রতিনিধিত্ব করবে

গুজরাট এবং হিমাচল প্রদেশের ফলপ্রকাশের ঠিক আগের দিন দিল্লির এই জয় আম আদমি পার্টিকে স্বস্তি দেবে। বুথ ফেরত সমীক্ষার ফলাফল বলছে, গুজরাট ও হিমাচলে আপ প্রত্যাশিত ফল করতে পারছে না।

সূত্রঃ এনডিটিভি। ছবিঃ সংগৃহীত।