Messi-Roccuzzo: মাঠের বাইরেও গোল দিচ্ছেন লিওনেল মেসি, রোকুজ্জো মেসির কোলে

Published By: Khabar India Online | Published On:

মাঠের বাইরেও গোল দিচ্ছেন লিওনেল মেসি। নক আউটে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেসি ম্যাজিকেই কাতার বিশ্বকাপের শেষ আটে পৌঁছে দিয়েছে আর্জেন্টিনাকে। এইবার পরিবারকে সময় দেওয়ার পালা। কোয়ার্টার ফাইনালে ম্যাচ ৯ ডিসেম্বর। মাঝে বেশ কয়েকটা দিন। কাতারে স্ত্রী ও তিন সন্তানের সঙ্গে সময়টা চুটিয়ে উপভোগ করলেন মেসি। সন্ধ্যাটা বিশেষ ভাবে কাটালেন।

আরও পড়ুন -  অসুস্থ পোষা প্রাণীর জন্য বিশ্বমানের চিকিৎসা, মুম্বাইতে রতন টাটা চালু করলেন একটি নতুন প্রকল্প

স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো মেসির চাইল্ডহুড সুইটহার্ট। তিন সন্তানের অভিভাবক মেসি-আন্তোর প্রেমটা কিন্তু বেশ জমজমাট। স্ত্রীকে কোলে বসিয়ে ক্যামেরার সামনে পোজ দিলেন। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে স্প্যানিশ ভাষায় লিও লিখেছেন, আমি তোমাকে ভালোবাসি।

আরও পড়ুন -  ধূপগুড়ি থেকে অবৈধ রেশন সামগ্রী পাচার হচ্ছে ময়নাগুড়িতে, নিশ্চুপ প্রশাসন!

আর্জেন্টিনার প্রতিটি ম্যাচেই গ্যালারিতে স্ত্রী ও তিন সন্তানের সমর্থন পাচ্ছেন লিওনেল মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচের গ্যালারিতে মেসির পরিবারের উপস্থিতি।

সম্প্রতি তিন সন্তানকে নিয়ে মেসি বলেছেন, খেলা শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত সন্তানদের কথা ভেবেছি। ওরা বড় হচ্ছে। ফুটবলটা বুঝতে পারে। সারাক্ষণ ফুটবলের সঙ্গেই বাস। আর্জেন্টিনার মানুষের মতো তারা ভীষণ উৎসাহী।

আরও পড়ুন -  রুশ যুদ্ধজাহাজ বিধ্বস্ত, ড্রোন হামলায় কৃষ্ণসাগরে

ছবিঃ ইন্টারনেট।