Lips: কালচে ভাব দূর করার উপায়, শীতকালে ঠোঁটের যত্নে

Published By: Khabar India Online | Published On:

ঠোঁট সৌন্দর্যের বড় অংশ আমাদের। ঠোঁট সুন্দর না হলে কি আর সে হাসির মাধুর্য আসে? চলে এসেছে শীতকাল। এখন ঠোঁট হয়ে ওঠে রুক্ষ। অন্য সময়ের তুলনায় শীতকালে ঠোঁটের যত্ন ঘরে তৈরি স্ক্রাব ব্যাবহার করে দেখতে পারেন।

আরও পড়ুন -  Indian Railways: আরও সহজ হলো ট্রেন যাত্রায়, রেলের Super App, সকল তথ্য একটি জায়গায়

সাধারণ কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে ফেলুন স্ক্রাব। কয়েকটি উপকরণেই তৈরি করা যায়।  স্ক্রাবের মূল উপাদান, এক চিমটি সৈন্ধব লবণ। এক চা চামচ গ্লিসারিন এবং এক চা চামচ গোলাপ জল।

আরও পড়ুন -  গায়ক ও সংগীত পরিচালক ইমরান মাহমুদুল, জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ

এই উপাদান গুলি একটি পাত্রে নিয়ে নিন। এরপর হাত দিয়েই মিশিয়ে নিন সব উপাদান গুলি। এবার তা ঠোঁটে ভালভাবে লাগিয়ে ধীরে ধীরে ঘষতে থাকুন।  নিয়মিত স্ক্রাব ব্যবহার করলে ঠোঁটের কালচে দাগ চলে যাবে। ঠোঁট হয়ে উঠবে উজ্জ্বল।

আরও পড়ুন -  Sweta Bhattacharya: ‘যমুনা ঢাকি’ শ্বেতা, জন্মদিন পালন করলেন, সমস্ত ছবি দেখুন

প্রতীকী ছবি।