Lips: কালচে ভাব দূর করার উপায়, শীতকালে ঠোঁটের যত্নে

Published By: Khabar India Online | Published On:

ঠোঁট সৌন্দর্যের বড় অংশ আমাদের। ঠোঁট সুন্দর না হলে কি আর সে হাসির মাধুর্য আসে? চলে এসেছে শীতকাল। এখন ঠোঁট হয়ে ওঠে রুক্ষ। অন্য সময়ের তুলনায় শীতকালে ঠোঁটের যত্ন ঘরে তৈরি স্ক্রাব ব্যাবহার করে দেখতে পারেন।

আরও পড়ুন -  ‘উল্লু’র নতুন ‘I Love You’, অন্তরঙ্গতায় ভরপুর, অভিনেত্রী লজ্জার সমস্ত সীমা অতিক্রম করলেন, VIDEO

সাধারণ কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে ফেলুন স্ক্রাব। কয়েকটি উপকরণেই তৈরি করা যায়।  স্ক্রাবের মূল উপাদান, এক চিমটি সৈন্ধব লবণ। এক চা চামচ গ্লিসারিন এবং এক চা চামচ গোলাপ জল।

আরও পড়ুন -  Salman Khan: হাঁটুর বয়সী অভিনেত্রীর সঙ্গে রোম্যান্স করবেন ‘ভাইজান’

এই উপাদান গুলি একটি পাত্রে নিয়ে নিন। এরপর হাত দিয়েই মিশিয়ে নিন সব উপাদান গুলি। এবার তা ঠোঁটে ভালভাবে লাগিয়ে ধীরে ধীরে ঘষতে থাকুন।  নিয়মিত স্ক্রাব ব্যবহার করলে ঠোঁটের কালচে দাগ চলে যাবে। ঠোঁট হয়ে উঠবে উজ্জ্বল।

আরও পড়ুন -  Phone Lost: হাতে থাকা ফোনটি হারিয়ে বা চুরি হলে কি করণীয়?

প্রতীকী ছবি।