Lips: কালচে ভাব দূর করার উপায়, শীতকালে ঠোঁটের যত্নে

Published By: Khabar India Online | Published On:

ঠোঁট সৌন্দর্যের বড় অংশ আমাদের। ঠোঁট সুন্দর না হলে কি আর সে হাসির মাধুর্য আসে? চলে এসেছে শীতকাল। এখন ঠোঁট হয়ে ওঠে রুক্ষ। অন্য সময়ের তুলনায় শীতকালে ঠোঁটের যত্ন ঘরে তৈরি স্ক্রাব ব্যাবহার করে দেখতে পারেন।

আরও পড়ুন -  Bhojpuri Song: কেশরী ও রানি একই ঘরে, একই বিছানায়, ক্যামেরার সামনে ঘনিষ্ঠ

সাধারণ কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে ফেলুন স্ক্রাব। কয়েকটি উপকরণেই তৈরি করা যায়।  স্ক্রাবের মূল উপাদান, এক চিমটি সৈন্ধব লবণ। এক চা চামচ গ্লিসারিন এবং এক চা চামচ গোলাপ জল।

আরও পড়ুন -  Aishwarya: পানামা পেপারস কেলেঙ্কারি, ঐশ্বরিয়াকে ইডি’র তলব

এই উপাদান গুলি একটি পাত্রে নিয়ে নিন। এরপর হাত দিয়েই মিশিয়ে নিন সব উপাদান গুলি। এবার তা ঠোঁটে ভালভাবে লাগিয়ে ধীরে ধীরে ঘষতে থাকুন।  নিয়মিত স্ক্রাব ব্যবহার করলে ঠোঁটের কালচে দাগ চলে যাবে। ঠোঁট হয়ে উঠবে উজ্জ্বল।

আরও পড়ুন -  Train Accident In Mainaguri: ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ময়নাগুড়িতে, বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে

প্রতীকী ছবি।