Argentina-Australia Match: আর্জেন্টিনার জন্য প্রতিটা ম্যাচ ‘ফাইনাল’, নক আউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে

Published By: Khabar India Online | Published On:

কাতার বিশ্বকাপ গড়িয়েছে নকআউট স্টেজে। আজ রাতে নক আউট পর্বের ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। মেক্সিকো ও পোল্যান্ড ম্যাচে জয় লিওনেল স্কালোনির দলের আত্মবিশ্বাস ও শরীরী ভষাটাই পাল্টে দিয়েছে। সবথেকে বড় বিষয় এই দলটি এখন আর শুধু মেসি নির্ভর নয়।

নক আউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার আগে আর্জেন্টিনা শিবিরের সবথেকে বেশি চিন্তার কারণ ডি মারিয়ার চোট। পোল্যান্ডের বিরুদ্ধে উরুতে ব্যথা অনুভব করাতেই তাকে তুলে নিয়েছিলেনম স্কালোনি। চোট খুব গুরুতর না হলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দি মারিয়া খেলবেন কিনা তা নিয়ে সন্দেহ!

আরও পড়ুন -  Argentina-Mexico Match Referee: ইলেকট্রিশিয়ান ছিলেন, আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচ রেফারি, গল্পটা ভিন্নরকম

আর্জেন্টাইন কোচের মতে ম্যাচের আগে ডি মারিয়ার চোটের পরিস্থিতি দেখেই সিদ্ধান্ত নেবেন। অনুশীলনে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার আগে চূড়ান্ত প্রস্তুতিতে অ্যাঞ্জেল করেয়াকে দেখে নেন কোচ। এরপর আলেজান্দ্রো গোমেজকে। ডি মারিয়ার বিশ্রামে থাকার সম্ভাবনাই বেশি।

আরও পড়ুন -  Brazil 10 Types of Dance: ব্রাজিলের ১০ রকম নাচ, বিশ্বকাপের জন্য

অনুশীলনে লিওনেল মেসি ছিলেন বেশ সিরিয়াস। পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিসের যন্ত্রণা তিনি এখনও ভুলতে পারেননি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে নক আউটে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল আর্জেন্টিনাকে। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অস্ট্রেলিয়া বিপক্ষে নিজের সেরাটাই দিতে চাইছেন মেসি।

আরও পড়ুন -  কোভিড-১৯ সংক্রান্ত পিআইবি’র প্রাত্যহিক সংবাদ

 অস্ট্রেলিয়াকে হাল্কাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা। পোল্যান্ড ম্যাচের মত আক্রমণাত্মক ফুটবল খেলবে, সেই বিষয়ে আত্মবিশ্বাসী আর্জেন্টাইন অধিনায়ক।

অন্যদিকে, ফ্রান্সের বিরুদ্ধে হারের পর তিউনেশিয়া ও ডেনমার্ককে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট পাকা করেছে অস্ট্রেলিয়া। শক্তিতে পিছিয়ে থাকলেও মেসির দলের বিরুদ্ধে লড়াই দিতে প্রস্তুত গ্রাহাম আর্নল্ডের দল।

ছবিঃ ইন্টারনেট।