Christine McVie: পপ তারকা ক্রিস্টিন ম্যাকভি, আর নেই

Published By: Khabar India Online | Published On:

জনপ্রিয় পপ তারকা ক্রিস্টিন ম্যাকভি আর নেই। গত বুধবার মারা গেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

ক্রিস্টিন ম্যাকভির মৃত্যুর খবর জানিয়ে তার পরিবার এক বিবৃতি দিয়েছে। বলা হয়েছে, সকালে হাসপাতালে মারা গেছেন ক্রিস্টিন ম্যাকভি। পরিবারের সদস্যরা তার পাশেই ছিলেন। ফ্লিটউড ম্যাক ব্যান্ডের পক্ষ থেকেও ম্যাকভির মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। তার মৃত্যুর কারণ ও হাসপাতালের নাম প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন -  জামাইষষ্ঠীতে পূর্ন দিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার, কর্মীরা খুব খুশি

গীতিকার ও কণ্ঠশিল্পী ছিলেন ক্রিস্টিন। ১৯৪৩ সালের ১২ জুলাই ল্যাঙ্কাশায়ারে জন্ম জন্মগ্রহণ করেন। চার বছর বয়সে পিয়ানো শেখার মাধ্যমে সংগীতের সঙ্গে সখ্যতা শুরু হয়। ১১ বছর বয়সে সংগীতকে নিজের ধ্যান-জ্ঞানে ঠাই দেন তিনি। বন্ধুদের সঙ্গে ব্যান্ড করার মাধ্যমে যাত্রা শুরু করেন।

আরও পড়ুন -  অন্তরঙ্গ হলেন গৃহবধূ, লজ্জার সীমা অতিক্রম করে মামাজির সাথে, উল্লু'র নতুন ওয়েব সিরিজ দেখুন

ক্রিস্টিনকে পাদ প্রদীপের আলোয় নিয়ে আসে ফ্লিটউড ম্যাক ব্যান্ড। ১৯৭০ সালে এই ব্যান্ডে যোগ দেন তিনি।  কয়েকদিনের মধ্যেই ব্যান্ডটির নিউক্লিয়াসে পরিণত হন ক্রিস্টিন। উপহার দেন ‘লিটল লাইস’, ‘এভরিহয়ার’, ‘ডোন্ট স্টপ’, ‘সে ইউ লাভ মি’, ‘সংবার্ড’-এর মতো বিখ্যাত সব গান। সত্তর-আশির দশকে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন ক্রিস্টিন ও তার ফ্লিটউড ম্যাক।

আরও পড়ুন -  Raja -Mampi: রাহুলকে নিজের ‘বচপান কা পেয়ার’ বলে স্বীকার করে নিলেন রুকমা ! রইলো ভিডিও

 একক শিল্পী হিসেবেও সফল ছিলেন ক্রিস্টিন। ১৯৭০ ও ১৯৮৪ সালে প্রকাশিত তার দুই অ্যালবাম ‘ক্রিস্টিন পারফেক্ট’ ও ‘ক্রিস্টিন ম্যাকভি’ বেশ সাড়া জাগিয়েছিল।